“আউটসোর্সিং শ্রমিক কল্যাণ পরিষদের কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক দাবি বাস্তবায়নের আগ পর্যন্ত কর্মবিরতি চলবে।”
Published : 23 Feb 2025, 04:44 PM
চাকরি স্থায়ীকরণের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে জড়ো হওয়া আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদের সদস্যদের জলকামান ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে ছত্রভঙ্গ করার প্রতিবাদে নরসিংদীতে বিক্ষোভ হয়েছে।
নরসিংদী গ্যাস ফিল্ডে কর্মরত আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদের সদস্যরা রোববার প্রতিবাদ কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেন।
সকাল থেকে শিবপুর উপজেলার কামারটেকে নরসিংদী গ্যাস ফিল্ডের সামনে এই কর্মসূচি পালন করা হয়। এ সময় বন্ধ রাখা হয় ফিল্ডের সব কার্যক্রম।
নরসিংদী গ্যাস ফিল্ড আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদের সভাপতি মনির হোসেন বলেন, ঠিকাদারের অধীনে থেকে আউটসোর্সিংয়ে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছেন চতুর্থ শ্রেণির কর্মচারীরা। অল্প বেতনে সারাদেশের গ্যাস ফিল্ডে কর্মরত শ্রমিকরা মানবেতর জীবনযাপন করে আসছেন।
“এমতাবস্থায় চাকরি জাতীয়করণসহ স্থায়ী করার যৌক্তিক দাবি নিয়ে আন্দোলন করে আসছেন কর্মচারীরা। এই দাবিকে উপেক্ষা করে শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে কেন্দ্রীয় কর্মচারী নেতাদের ওপর হামলা চালায় পুলিশ।”
তিনি আরও বলেন, “তাই বাংলাদেশ গ্যাস ফিল্ড কোম্পানি লিমিটেড এ নিযুক্ত আউটসোর্সিং শ্রমিক কল্যাণ পরিষদের কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক দাবি বাস্তবায়নের আগ পর্যন্ত কর্মবিরতি চলবে।”
এ কর্মসূচিতে আরও বক্তব্য দেন নরসিংদী গ্যাস ফিল্ড আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম ও যুগ্ম সাধারণ সম্পাদক আওলাদ হোসেন।
আরও পড়ুন:
আউটসোর্সিং কর্মীদের অবরোধে জলকামান, সাউন্ড গ্রেনেড