সকাল থেকে শ্রমিকরা মহানগরীর চক্রবর্তী এলাকায় চন্দ্রা-নবীনগর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন, বলেন কাশিমপুর থানার ওসি।
Published : 16 Nov 2024, 05:30 PM
গাজীপুরের কাশিমপুর এলাকায় বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকরা অক্টোবর মাসের বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। এতে যানজট সৃষ্টি হওয়ায় ভোগান্তিতে পড়েছেন পরিবহন চালক ও যাত্রীরা।
শনিবার সকাল থেকে শ্রমিকরা মহানগরীর চক্রবর্তী এলাকায় চন্দ্রা-নবীনগর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন বলে জানান কাশিমপুর থানার ওসি মো. সাইফুল ইসলাম।
তিনি বলেন, “বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের পোশাক কারখানার শ্রমিকরা বেতনের দাবিতে সকাল পৌনে ৯টার দিকে আন্দোলন শুরু করে এবং পাশের চন্দ্রা-নবীনগর সড়কে অবরোধ করে। বিকাল সাড়ে ৪টার দিকেও অবরোধ চলছিল।
“সড়ক অবরোধ করায় ওই পথ ব্যবহারকারী যাত্রী ও চালকেরা ভোগান্তিতে পড়েছেন। সড়কের উভয়পাশে তৈরি হয়েছে যানজট।”
পুলিশ জানায়, বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কে পোশাক ও সিরামিক কারখানায় ৪১ হাজার কর্মী রয়েছে। এর মধ্যে আরএমজি কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করে গত মাসের বকেয়া বেতন পরিশোধের দাবি জানাচ্ছে। শিল্প পুলিশ গিয়ে শ্রমিকদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে।
এদিকে শ্রমিকরা বলছেন, বকেয়া বেতনের ব্যাপারে আশ্বাস না পেলে তারা সড়ক ছাড়বেন না।