১১ ফেব্রুয়ারি ২০২৫, ২৮ মাঘ ১৪৩১
রোববার প্যাসিফিক ক্যাজুয়াল লিমিটেডের শ্রমিকদের একটি পক্ষ ২২ দফা দাবিতে আন্দোলন শুরু করে।
পরিবহন শ্রমিকদের অবরোধের কারণে সোমবার সকাল ১০টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত শহীদ তাজউদ্দিন আহমেদ এভিনিউ হয়ে যান চলাচল বন্ধ থাকে।
আরো শ্রমিক জড়ো করতে অন্য কারখানার ফটকে গিয়েও বিক্ষোভ করেন তারা।
২০২০ সালে ‘করোনার দোহাই’ দিয়ে লেনী ফ্যাশন লিমিটেড এবং লেনী এ্যাপারেলস লিমিটেড বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।
পুলিশ কর্মকর্তা বলেন, “সন্ধ্যা সোয়া ৭টার পর অ্যাকাউন্টে টাকা ঢুকছে দেখে শ্রমিকরা সড়ক ছেড়ে চলে যায়।”
সকাল থেকে শ্রমিকরা মহানগরীর চক্রবর্তী এলাকায় চন্দ্রা-নবীনগর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন, বলেন কাশিমপুর থানার ওসি।
শ্রীপুর উপজেলায় এইচ ডি এফ অ্যাপারেলস লিমিটেড কারখানার শ্রমিকরা এই বিক্ষোভ করেন।
ঘটনাস্থলে সেনাবাহিনী, বিজিবি, র্যাব, শিল্প পুলিশ ও গাজীপুর মহানগর পুলিশের সদস্যরা উপস্থিত আছেন।