পরে বিদ্যালয় ম্যানেজিং কমিটি বিষয়টি নিষ্পত্তির আশ্বাস দিলে বাড়ি ফিরে যায় আন্দোলনকারীরা।
Published : 20 Nov 2024, 11:27 PM
পরীক্ষায় অতিরিক্ত ফি আদায়ের অভিযোগে বিক্ষোভ করেছে পিরোজপুরের ভান্ডারিয়া থানা মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রীরা।
বুধবার ক্লাস বর্জন করে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের সামনে বিক্ষোভ ও অবস্থান ধর্মঘট পালন করে শিক্ষার্থীরা। পরে বিদ্যালয় ম্যানেজিং কমিটি বিষয়টি নিষ্পত্তির আশ্বাস দিলে বাড়ি ফিরে যায় আন্দোলনকারীরা।
বিক্ষোভকারী শিক্ষার্থীরা জানায়, অর্ধবার্ষিক পরীক্ষায় ফি বাবদ তারা ৫০০ টাকা করে পরিশোধ করেছে। চার বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার পর সারাদেশের মতো পরীক্ষা বন্ধ হয়ে যায়। পরে আবারও জনপ্রতি ৫০০ টাকা ফি ধার্য করা হয়।
এ বিষয়ে ভান্ডারিয়া থানা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মজিবুর রহমান বলেন, “বিদ্যালয়ের বিদ্যুৎ বিল বকেয়া ৬৫ হাজার টাকা। এজন্য পরীক্ষার ফি ৪০০ টাকার সঙ্গে বিদ্যুৎ বিল বাবদ ১০০ টাকাসহ মোট ৫০০ টাকা ধার্য করা হয়েছে। অতিরিক্ত অর্থ দিয়ে বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধ করা হবে।”
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ইয়াসিন আরাফাত রানা বলেন, তাদের অভিযোগের বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে।