শ্রমিকরা পিকআপে করে একটি ইটভাটায় কাজে যাচ্ছিলেন বলে পুলিশ জানান।
Published : 03 Mar 2025, 04:48 PM
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পিকআপ ভ্যানের চাকা ফেটে ইটভাটার দুই শ্রমিক নিহত হয়েছেন; আহত হয়েছেন ছয়জন।
সোমবার সকাল ১০টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের শ্রীমঙ্গলের সাতগাঁও চা কারখানার সামনে এ ঘটনা ঘটে বলে সাতগাঁও হাইওয়ে থানার ওসি সাইফুর রহমান জানান।
নিহতরা হলেন, আমড়াইলচড়া এলাকার বাসিন্দা হৃদয় রবিদাস (১৯) ও বিলাস দাস (১৭)।
আহতদের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
স্থানীয়দের বরাতে ওই হাইওয়ে থানার ওসি সাইফুর রহমান বলেন, শ্রমিকরা পিকআপে করে ইট তৈরির একটি ভাটায় কাজে যাচ্ছিলেন। পথে শ্রীমঙ্গলের সাতগাঁও চা কারখানার সামনে পিআপ ভ্যানের একটি চাকা ফেটে যায়। তখন শ্রমিকরা গাড়ি থেকে রাস্তায় ছিটকে পড়েন।
খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ তাদের উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠায়।
সেখানে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আরো ছয়জন আহত আছেন। তবে ঘটনার পর গাড়ির চালককে পাওয়া যায়নি।