“ঘন কুয়াশায় নদীপথ অস্পষ্ট হয়ে গেলে দুর্ঘটনা এড়াতে ফেরি বন্ধ করে দেওয়া হয়।”
Published : 03 Feb 2025, 11:20 AM
ঘন কুয়াশাযর কারণে নয় ঘণ্টা বন্ধ থাকার পর রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল আবার শুরু হয়েছে।
দু্র্ঘটনা এড়াতে রোববার রাত ১২টার সময় এ পথে ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।
সোমবার সকাল ৯টার দিকে কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল আবার স্বাভাবিক হয় বলে বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার ব্যাবস্থাপক মো. সালাহউদ্দিন জানান।
এদিকে দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাট এলাকায় কিছু যানবাহন পাড়ের অপেক্ষায় থাকে।
এর মধ্যে পণ্যবাহী ট্রাকের সংখ্যাই বেশি ছিল। চরম ভোগান্তিতে পড়েন চালক ও যাত্রীরা।
সালাহউদ্দিন বলেন, “রোববার সন্ধ্যা থেকেই কুয়াশা পড়তে শুরু করে। রাত ১২টায় ঘন কুয়াশায় নদীপথ অস্পষ্ট হয়ে গেলে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়।”
পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর ঘাটে আটকা থাকা যানবাহন পারাপার শুরু হয়েছে বলে জানান তিনি।