মামলায় বলা হয়, চকলেটের লোভ দেখিয়ে আড়ালে নিয়ে শিশুটিকে ধর্ষণ করা হয়।
Published : 11 Mar 2024, 11:56 AM
সুনামগঞ্জ পৌর শহরের নবীনগর এলাকার ভ্যান চালকের ৬ বছর বয়সি শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগে এক তরুণের বিরুদ্ধে মামলা হয়েছে।
রোববার রাতে শিশুটির ভ্যান চালক বাবা সুনামগঞ্জ সদর উপজেলার আলা উদ্দিন (২০) নামে ওই তরুণকে আসামি করে মামলাটি দায়ের করেছেন বলে সুনামগঞ্জ সদর থানার ওসি খালেদ চৌধুরী জানান।
পুলিশ ও শিশুটির পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে, শহরতলির মাইজবাড়ির বাসিন্দা ওই শিশুকন্যার বাবা-মা চার সন্তান নিয়ে নবীনগরে একটি বস্তিতে বসবাস করেন।
মা অন্যের বাসায় কাজ করেন। বাবা ভ্যান-রিকশা চালান। শনিবার সন্ধ্যায় শিশুটি নিজ বাড়ির পাশে উঠানে একাই খেলছিল।
এ সময় পাশের বাড়ির আলাউদ্দিন নামে ওই তরুণ চকলেট খাওয়ানোর লোভ দেখিয়ে আড়ালে নিয়ে শিশুটিকে ধর্ষণ করেন।
শিশুটির কান্না শুনে প্রতিবেশিরা এগিয়ে আসেন। এ নিয়ে হইচৈই শুরু হলে আলাউদ্দিন পালিয়ে যান।
অপরদিকে, শিশুকন্যাকে দ্রুত হাসপাতালে নিয়ে আসেন মা-বাবা।
খবর পেয়ে রাতেই সুনামগঞ্জ সদর থানায় পুলিশের এসআই মতিউর রহমান ঘটনাস্থলে গিয়ে আলাউদ্দিনের বাবা-মা ও কয়েকজন স্বজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসেন।
শিশুটির বাবা বলেন, “আমি গরিব মানুষ। ভ্যানগাড়ি চালাই। আমার স্ত্রী মানুষের বাড়ি কাজ করে। চার সন্তান নিয়ে আমরা বস্তিতে থাকি। আমাদের টাকা-পয়সা নাই। মামলা চালাবো কীভাবে। তবে আমার অবুঝ মেয়ের সর্বনাশ করেছে যে, সেই বখাটের শাস্তি চাই।”
সুনামগঞ্জ সদর থানার ওসি খালেদ চৌধুরী বলেন, “আমরা মূল আসামিকে ধরতে অভিযান চালাচ্ছি।”