এতে হাওরের মাছ উৎপাদন বৃদ্ধির পাশাপাশি জলজ জীববৈচিত্র্যের জন্যও উপকার হবে।
Published : 31 May 2024, 12:57 PM
মাছের উৎপাদন ও জলজ জীববৈচিত্র্য সুরক্ষায় সুনামগঞ্জের বিভিন্ন হাওরে ফসলরক্ষা বাঁধ কেটে পানি ঢুকানো হচ্ছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড-পাউবো।
জেলার ধর্মপাশা, জামালগঞ্জ, মধ্যনগর, তাহিরপুরসহ বিভিন্ন উপজেলায় বাঁধ কেটে হাওরে পানি ঢুকানো শুরু হয়েছে। এর আগে সব হাওরের স্লুইস গেইট খুলে দেওয়া হয়েছিল।
পাউবো সুনামগঞ্জ জেলার নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার বলেন, দুদিন ধরে পাহাড়ি ঢলে সুরমাসহ অন্যান্য নদ-নদীর পানি বাড়ছে। তবে এখনও বিপৎসীমার নিচে আছে। শুক্রবার সকালে সুনামগঞ্জ পয়েন্টে সুরমা নদীর পানি বিপৎসীমার ৫৫ সেন্টিমিটার নিচে রয়েছে।
পাউবো কর্মকর্তা বলেন, নদীতে পানি বাড়লেও অধিকাংশ হাওর পানিশূন্য। এ কারণে কাবিটা মনিটরিং কমিটির বৈঠকে হাওরের নির্দিষ্ট পয়েন্টে কাটার সিদ্ধান্ত নিয়েছে। এখন বাঁধ কেটে পানি ডুকানো হচ্ছে হাওরে। এতে হাওরের মাছ উৎপাদন বৃদ্ধির পাশাপাশি জলজ জীববৈচিত্র্যের জন্যও উপকার হবে।
কৃষক আন্দোলনের নেতা অধ্যাপক চিত্তরঞ্জন তালুকদার বলেন, “হাওর পানিশূন্য। এ কারণে মাছ ডিম ছাড়তে পারছে না। আরও আগে বাঁধ কেটে পানি ঢুকানো উচিত ছিল।”
সুনামগঞ্জ-৪ (সদর-বিশ্বম্ভরপুর) আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাদিক বলেন, “সংশ্লিষ্টরা জানিয়েছেন, এ পর্যন্ত ১২টি পয়েন্টে বাঁধ কেটে দেওয়া হয়েছে। এতে জীববৈচিত্র্যের উপকার হবে, বন্যারও ঝুঁকি কমবে। কারণ নদীর পানির চাপ কমবে। হাওর পানি ধারণের প্রাকৃতিক আধার হিসেবে কাজ করে।”