“হিলি সীমান্তে দীর্ঘদিন ধরেই এই ধরনের রেওয়াজ চলে আসছে। এটা সৌহার্দ্যের মেলবন্ধন।”
Published : 16 Dec 2024, 01:00 PM
বিজয় দিবস উপলক্ষে দিনাজপুরের হিলি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফকে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছে বিজিবি।
সোমবার সকাল ১০টায় সীমান্তের শূন্য রেখায় বিজিবির পক্ষ থেকে হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার মো. সাহাদত হোসেন ভারতের হিলি বিএসএফের ৭৯ ব্যাটালিন ক্যাম্প কমান্ডার এস এন চৌবিরের হাতে মিষ্টি তুলে দিয়ে বিজয় দিবসের শুভেচ্ছা জানান।
এ সময় দুই বাহিনী পক্ষে একে অপরের সঙ্গে কুশল বিনিময় করেন। মিষ্টি বিতরণের দৃশ্য দেখতে হিলি সীমান্তে ভিড় জমান লোকজন।
হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার মো. সাহাদত বলেন, “সীমান্তে দুই বাহিনীর মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ যেন বজায় থাকে, বিরাজমান সম্পর্ক আরও যেন সুদৃঢ় হয় সে লক্ষ্যে প্রতিবছর দুদেশের বিভিন্ন জাতীয় দিবস ও ধর্মীয় উৎসবগুলোতে দুবাহিনীর পক্ষ থেকে মিষ্টিসহ বিভিন্ন সামগ্রী উপহার দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
“হিলি সীমান্তে দীর্ঘদিন ধরেই এই ধরনের রেওয়াজ চলে আসছে। এরই ধারাবাহিকতায় বিজয় দিবস উপলক্ষে মিষ্টি বিতরণ করা হয়েছে। এটা সৌহার্দ্যের মেলবন্ধন।”
মিষ্টি বিতরণ অনুষ্ঠান দেখতে আসা দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার শামীম বলেন, “মাঝেমধ্যে এমন অনুষ্ঠানের আয়োজন করলে সীমান্ত সম্পর্ক আরও দৃঢ হবে।”