বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর হামলা ও হত্যার অভিযোগে যুবলীগের এই নেতার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
Published : 27 Jan 2025, 06:36 PM
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর ও যুবলীগ নেতা মতিউর রহমানকে হত্যাসহ তিনটি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ।
সোমবার বিকালে নারায়ণগঞ্জের আলাদা দুটি আদালত শুনানি শেষে বিচারক এ আদেশ দেন বলে জানান আদালত পুলিশের পরিদর্শক কাইউম খান।
রিমান্ড পাওয়া মতিউর রহমান নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং যুবলীগ সিদ্ধিরগঞ্জ থানা শাখার সভাপতি। তিনি নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত।
পরিদর্শক কাইউম খান বলেন, প্রথমে মতিউর রহমানকে নারায়ণগঞ্জের অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম আবদুল্লাহ আল মাসুমের আদালতে হাজির করা হয়। সেখানে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় করা একটি হত্যা মামলায় তাকে সাত দিন রিমান্ড চেয়ে আবেদন করে পুলিশ। শুনানি শেষে বিচারক দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
পরে মতিউর রহমানকে জ্যেষ্ঠ মুখ্য বিচারিক হাকিম শফিয়া শরমিনের আদালতে হাজির করা হয়। সেখানে সিদ্ধিরগঞ্জ থানায় করা একটি হত্যা ও আরেকটি হত্যাচেষ্টার মামলায় তাকে ১৪ দিনের রিমান্ড আবেদন করা হয়। শুনানি শেষে বিচারক হত্যা মামলায় তিন দিন এবং হত্যাচেষ্টা মামলায় দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
১৩ জানুয়ারি ভোরে ঢাকার একটি বাসা থেকে মতিউর রহমান ও তার ছেলে মশিউর রহমানকে (২৯) গ্রেপ্তার করে পুলিশ। তাদের বিরুদ্ধে নারায়ণগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আন্দোলনকারীদের ওপর হামলা ও হত্যার অভিযোগে একাধিক মামলা রয়েছে।
এর আগে ২০২৩ সালে অবৈধ সম্পদ অর্জন ও অর্থপাচারের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা একটি মামলায় মতিউর রহমান কারাগারে যান। এ ছাড়া মতিউর রহমানের স্ত্রী রোকেয়া রহমানের নামেও দুদকের একটি মামলা রয়েছে।