আসামি গ্রামগঞ্জে ঘুরে শিলপাটা খুঁটানোর কাজ করতেন বলে জানায় পুলিশ।
Published : 19 Mar 2025, 04:43 PM
নোয়াখালীর কবিরহাট উপজেলায় তিন বছরের এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার সকালে আসামিকে নোয়াখালীর মুখ্য বিচারিক হাকিম আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন বলে জানান কবিরহাট থানার ওসি মো. শাহীন মিয়া।
এর আগে মঙ্গলবার দুপুরের দিকে উপজেলার চাপরাশিরহাট ইউনিয়নে একটি বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
কারাগারে যাওয়া ইমাম হোসেন (৫৫) চাঁদপুরের শাহরাস্তি থানার সূচিপাড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের শৌরশাক গ্রামের বাসিন্দা।
এ ঘটনায় ভুক্তভোগী শিশুটির মা নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন।
মামলা থেকে জানা গেছে, ভুক্তভোগী শিশুটি তার মায়ের সঙ্গে উপজেলার চাপরাশিরহাট ইউনিয়নের একটি বাড়িতে ভাড়া থাকে। ইমাম হোসেন ফেনীর হাজারী রোডে একটি বাসায় থেকে গ্রামগঞ্জে ঘুরে শিলপাটা খুঁটানোর কাজ করেন।
“মঙ্গলবার দুপুর ২টার দিকে ইমাম ওই এলাকায় গেলে শিশুটির মা তাকে একটি পাটা খুঁটানোর জন্য ডাকেন। পাটা খুঁটানো শেষে শিশুটির মা টাকা আনতে যান। এই সুযোগে ইমাম শিশুটিকে যৌন নিপীড়ন করেন।”
“এ সময় শিশুটির চিৎকার শুনে তার মা এসে নিপীড়নের ঘটনা দেখে ফেলেন। পরে বিষয়টি জানাজানি হলে ইমামকে আটক করে পুলিশে সোপর্দ করে এলাকাবাসী।”
এ ঘটনায় মামলা দিয়ে আসামিকে আদালতে পাঠানো হয়েছে বলে জানান ওসি শাহীন মিয়া।