এ ঘটনায় বিএনপি ও অঙ্গসংগঠনের ১৫ নেতাকর্মীকে আজীবনের জন্য দল থেকে বহিষ্কার করা হয়েছে।
Published : 10 Apr 2025, 04:51 PM
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে সাইজ উদ্দিন দেওয়ান নামের এক কর্মী নিহতের ঘটনায় হত্যা মামলা হয়েছে।
ঘটনার তিন দিন পর বুধবার রাতে নিহতের বড় ভাই হানিফ দেওয়ান বাদী হয়ে ২৬ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতপরিচয় আরও ১৬০ জনকে আসামি করে মামলা করেছেন বলে জানান রায়পুর থানার ওসি নিজাম উদ্দিন ভূঁইয়া।
এ ঘটনায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের ১৫ নেতাকর্মীকে আজীবনের জন্য দল থেকে বহিষ্কার করা হয়েছে। সেইসঙ্গে রায়পুর উপজেলা কৃষক দলের সদস্যসচিব জি এম শামীমকে বহিষ্কারের জন্য জেলা কমিটি কাছে সুপারিশ করেছে উপজেলা বিএনপি।
বৃহস্পতিবার এসব তথ্য নিশ্চিত করেছেন রায়পুর উপজেলা বিএনপির আহ্বায়ক জেড এম নাজমুল ইসলাম মিঠু।
বহিষ্কৃত নেতাকর্মীরা হলেন- উত্তর চরবংশী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপি কর্মী মেহেদী কবিরাজ, ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি এবাদ উল্যা গাজী, ইউনিয়ন বিএনপি নেতা ফারুক সর্দার ওরফে ফারুক কবিরাজ, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সফিক রাঢ়ী, ৮ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি আরিফ, ৭ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের কর্মী ফারুক গাজী ও রায়হান, ৬ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের কর্মী আল আমিন কবিরাজ, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মানিক আহমেদ তারেক, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ওমর আলী হাওলাদার, ৬ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের কর্মী নজরুল ইসলাম, যুবদল কর্মী শরিফ বাগ, শাহজাহান মাঝি এবং কৃষক দলের সদস্যসচিব শাহ আলী।
এর আগে সোমবার বিকালে কৃষক দল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে বিএনপিকর্মী সাইজ উদ্দিন দেওয়ান (৪০) নিহত হন। তিনি উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের চরঘাষিয়া গ্রামের বাসিন্দা। তিন মাস আগে স্পেন থেকে দেশে আসেন তিনি।
গত বছরের ২০ ডিসেম্বর প্রথম দফায় সংঘর্ষের জেরে উত্তর চরবংশী ইউনিয়ন বিএনপিসহ সব অঙ্গসংগঠনের কমিটি বিলুপ্ত করা হয়।
বিএনপি নেতা নাজমুল ইসলাম মিঠু বলেন, উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদল, তাঁতী দলসহ সব সহযোগী সংগঠনের যৌথ সভায় সংঘর্ষে জড়িতদের আজীবন বহিষ্কারের সিদ্ধান্ত হয়।
সেইসঙ্গে সংঘর্ষে জড়িত সব নেতাকর্মীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ারও সিদ্ধান্ত হয়েছে বলে জানান তিনি।
বৃহস্পতিবার ওসি নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, বুধবার রাতে বিএনপি নেতা ফারুক কবিরাজ ও তার ভাই মেহেদী কবিরাজসহ ২৬ জনের নাম উল্লেখ নিহত সাইজ উদ্দিনের ভাই করে হত্যা মামলা করেছেন।
তিনি বলেন, এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। আসামিদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। এ ছাড়া অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সতর্ক রয়েছে।
কৃষকদল ও স্বেচ্ছাসেবক দলের সংঘর্ষে লক্ষ্মীপুরে বিএনপিকর্মী নিহত
লক্ষ্মীপুরে বিএনপিকর্মী নিহতের পর প্রতিপক্ষের বাড়িতে অগ্নিসংযোগ