মদ-ইয়াবার সঙ্গে আটক কাছ থেকে গাজা, ফেনসিডিলসহ টাকা জব্দ করা হয়।
Published : 30 Mar 2025, 05:02 PM
হবিগঞ্জ শহরে অভিযান চালিয়ে বিদেশি মদ, ইয়াবাসহ দুজনকে আটক করা হয়েছে, যাদের ‘মাদক কারবারি’ বলছে সেনাবাহিনী।
শনিবার মধ্যরাতে শহরের বাসস্ট্যান্ড ও রিচি এলাকা থেকে সেনাবাহিনী হবিগঞ্জ সদর ক্যাম্পের একটি আভিযানিক দল তাদেরকে আটক করে বলে জানিয়েছেন হবিগঞ্জ সদর মডেল থানার ওসি আলমগীর কবির।
আটককৃতরা হল- হবিগঞ্জ সদর উপজেলার রিচি গ্রামের আব্দুল লতিফের ছেলে ইমরান মিয়া (২৭) ও মাধবপুর উপজেলার দক্ষিণ সুরমা গ্রামের শানু মিয়ার ছেলে আরমান মিয়া (৩২)।
আটকদের কাছ থেকে ১৯ বোতল বিদেশি মদ, ৬৯টি ইয়াবা, এক কেজি গাজা, একটি ফেনসিডিলসহ ৭ হাজার ৭০০ টাকা জব্দ করা হয়।
ওসি আলমগীর কবির বলেন, রোববার বিকালে সেনাবাহিনী আটককৃতদের হবিগঞ্জ সদর মডেল থানায় সোপর্দ করে। আটকদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হবে।