অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়।
Published : 23 Jan 2024, 12:28 PM
ঝিনাইদহের মহেশপুর উপজেলায় ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে দুইজনের প্রাণ গেছে; আহত হয়েছেন আরও ছয়জন।
মঙ্গলবার সকালে উপজেলার খালিশপুর সড়কের ভালাইপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে মহেশপুর থানার ওসি মাহবুবুর রহমান জানান।
নিহতরা হলেন-মহেশপুর উপজেলার ঘুগড়ী গ্রামের কাশেম মিয়া ও পান্তাপাড়া গ্রামের আলমগীর হোসেন।
আহত ছয়জনের মধ্যে পাঁচজনকে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং অটোরিকশার চালককে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সাইফুল ইসলাম নামে স্থানীয় এক সাংবাদিক জানান, অটোরিকশায় করে কয়েকজন যাত্রী মহেশপুর থেকে খালিশপুরের দিকে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি বালুবোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই কাশেম ও আলমগীরের মৃত্যু হয়।
পুলিশ ট্রাকটি আটক করতে পারলেও চালক পালিয়ে গেছে বলে ওসি মাহবুবুর জানিয়েছেন।