কক্সবাজারের টেকনাফ উপজেলার সীমান্তে পৃথক অভিযানে দুই কেজি ক্রিস্টাল মেথ আইস ও ২ লাখ ইয়াবা জব্দ করেছে বিজিবি। তবে কেউ আটক হয়নি।
মঙ্গলবার সকালে টেকনাফ বিজিবি-২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ এ তথ্য জানান।
তিনি বলেন, সোমবার রাতে খবর পাওয়া যায় উপজেলার নাইট্যং পাড়াস্থল বরফ কল এলাকা দিয়ে মাদকের একটি বড় চালান মিয়ানমার থেকে বাংলাদেশে পাচার হতে পারে। পরে বিজিবির কয়েকটি দল বিভক্ত হয়ে কেওড়া বাগানের আঁড় নিয়ে অবস্থান নেয়।
এ সময় ওই এলাকায় টহল দল দুইজন ব্যক্তিকে সীমান্তের বরফ কল এলাকায় কেওড়া বাগানের ভেতর দিয়ে আসতে দেখে ধাওয়া দেয়। এতে তারা একটি প্লাস্টিকের পোটলা ফেলে পালিয়ে যান।
“পরে ফেলে যাওয়া প্লাস্টিকের পোটলার ভেতর থেকে দুই কেজি ১২৯ গ্রাম ক্রিস্টাল মেথ আইস জব্দ করা হয়।”
লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দীন আরও বলেন, উপজেলার নাজিরপাড়া আলী আকবরের ঘের এলাকায় ইয়াবার চালান লুকিয়ে রাখার খবর পেয়ে তল্লাশি চালায় বিজিবি।
পরে সেখানে কালো পলিথিনে মোড়ানো তিনটি প্যাকেটের ভেতর থেকে দুই লাখ ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। পরবর্তীতে দীর্ঘ সময় পর্যন্ত অভিযান পরিচালনা করলেও কাউকে আটক করা সম্ভব হয়নি।
চোরাকারবারীদের শনাক্ত করতে গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে জানান বিজিবি এই কর্মকর্তা।