তবে ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে সব ধরনের পাসপোর্টধারী যাত্রী যাতায়াত করতে পারবেন।
Published : 27 Mar 2025, 05:19 PM
ঈদের আগে পরে মিলিয়ে টানা নয় দিন পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। তবে ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রী যাতায়াত করতে পারবেন।
বৃহস্পতিবার দুপুরে বাংলাবান্ধা স্থলবন্দর লিমিটেডের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ এ তথ্য জানিয়েছেন।
আবুল কালাম আজাদ বলেন, ঈদুল ফিতর উপলক্ষে ২৯ মার্চ থেকে ৫ এপ্রিল আট দিন আমদানি-রপ্তানি বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে ঈদের আগে ও পরে সাপ্তাহিক ছুটির কারণে টানা নয় দিন আমদানি-রপ্তানি হবে না।
বাংলাবান্ধা সি অ্যান্ড এফ এজেন্ট অ্যাসোসিয়েশন ও ভারতের ফুলবাড়ী এক্সপোর্টার অ্যান্ড ইমপোর্টার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের যৌথ আলোচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।
দেশের একমাত্র চতুর্দেশীয় এই বন্দর দিয়ে বাংলাদেশের সঙ্গে ভারত, নেপাল ও ভুটানের পণ্য আনা নেওয়া হয়ে থাকে। ছুটি শেষে ৬ এপ্রিল আবার সচল হবে বন্দর।
বাংলাবান্ধা স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশের ওসি ফিরোজ কবির বলেন, ঈদুল ফিতরে স্থলবন্দরের আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে সব ধরনের পাসপোর্টধারী যাত্রীর যাতায়াত সচল থাকবে।