প্রতিটন কাঁচামরিচের আমদানি মূল্য ৬০ হাজার টাকা।
Published : 15 Oct 2024, 08:02 PM
দুর্গা পূজার ছুটি শেষে দুদিনে ভারত থেকে বেনাপোল স্থলবন্দর দিয়ে এসেছে ৭১৫ টন কাঁচামরিচ।
বেনাপোল স্থলবন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) রাশেদুল সজিব নাজির বলেন, ভারত থেকে সোম ও মঙ্গলবার দুদিনে মোট ৭১৫ দশমিক ৬৬ টন কাঁচামরিচ আমদানি হয়েছে।
সোমবার বন্দর খোলার প্রথম দিন ভারত থেকে এসেছে ৫৮২ টন কাঁচামরিচ। মঙ্গলবার বিকাল ৫টা পর্যন্ত এসেছে আরো ১৩৩ দশমিক ৬৬ টন।
দেশের অস্থিতিশীল কাঁচামরিচের বাজার নিয়ন্ত্রণে আনতে খুব দ্রুত পণ্য চালানগুলি বন্দর থেকে খালাস দেওয়া হয়েছে। ব্যবসায়ীরা বেনাপোল বন্দর থেকে কাঁচামরিচ বোঝাই ট্রাকগুলো দেশের অভ্যন্তরে নিয়ে গেছেন।
বেনাপোল কাস্টমস থেকে প্রাপ্ত তথ্যে জানা যায়, দেশের ২৮ জন আমদানিকারক সোমবার দুই কোটি ৩৪ লাখ টাকা মূল্যের কাঁচা মরিচ আমদানি করেন। প্রতিটন কাঁচামরিচের আমদানি মূল্য ৬০ হাজার টাকা। আমদানি শুল্ক প্রায় ৩৬ হাজার টাকা এবং শুল্ক ৩৬ টাকা।
বন্দর ব্যবহারকারীরা জানান, পূজার ছুটিতে টানা পাঁচদিন আমদানি-রপ্তানি বন্ধ থাকায় কোনো কাঁচামাল বেনাপোল দিয়ে আমদানি হয়নি। দেশের বাজারে লাফিয়ে লাফিয়ে বাড়ছিল কাঁচামরিচের দাম। বেনাপোলসহ আশপাশের বাজারে ৪০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে কাঁচামরিচ।
সোমবার ছুটি শেষে আমদানি-রপ্তানি শুরু হলে কাঁচামরিচ আমদানি শুরু হয়। এভাবে আমদানি বাড়লে কাঁচামরিচের দাম অনেকাংশে কমে আসবে বলে জানান ব্যবসায়ীরা।