একদিন আগে ভাড়ায়চালিত ইজিবাইক নিয়ে বের হয়ে বাবর নিখোঁজ হন বলে জানান স্বজনরা।
Published : 10 Apr 2025, 05:33 PM
নোয়াখালী সদর উপজেলায় চালককে হত্যা করে ব্যাটারিচালিত ইজিবাইক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার নোয়াখালী ইউনিয়নের ডাক্তার বাজার স্লুইস গেইট সংলগ্ন একটি কবরস্থানের পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয় বলে জানান সুধারাম থানার ওসি কামরুল ইসলাম।
নিহত মো. বাবর হোসেন (১৮) নোয়াখালী পৌরসভার মধ্যম করিমপুরের মো. সেলিমের ছেলে।
বাবরের খালাতো ভাই মো. রাজীব বলেন, ভাড়ায় ইজিবাইক চালাতেন বাবর। বুধবার রাত ১০টার পর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। ভোরে স্বজনরা বাবরের মোবাইল নম্বরে কল দিলে অপরিচিত এক ব্যক্তি রিসিভ করে ফোনটি সোনাপুর জিরোপয়েন্টে সড়কের ওপর পাওয়া গেছে বলে জানান।
তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে ওই নম্বরে আবার কল দিলে তা বন্ধ পাওয়া যায়। পরে দুপুরে কবরস্থানের পাশে মৃতদেহ পড়ে থাকার খবর পেয়ে ইজিবাইক মালিক সাব্বির ও স্বজনরা গিয়ে বাবরের লাশ শনাক্ত করেন।
বাবরের গলায় শক্ত কিছু পেঁচানোর চিহ্ন দেখে ধারণা করা হচ্ছে, ইজিবাইক ছিনিয়ে নিতে তাকে শ্বাসরোধে করে হত্যা করা হয়েছে বলে জানান রাজীব।
ওসি কামরুল ইসলাম বলেন, মৃতদেহের ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত করে আইনি পদক্ষেপ নেওয়া হবে।