স্কুলের ভবন নির্মাণের কাজ চলমান থাকায় সংলগ্ন রেইনট্রি গাছের শিকড়ের এক পাশের মাটি খোঁড়া হয়েছিল বলে জানান স্থানীয়রা।
Published : 18 Nov 2023, 11:44 AM
ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে সৃষ্ট ঝড়ো বাতাসে শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় উপড়ে যাওয়া গাছে চাপা পড়ে এক বৃদ্ধা প্রাণ হারিয়েছেন।
শুক্রবার সন্ধ্যায় নাগেরপাড়া ইউনিয়নের বালিকুড়ি গ্রামে এই ঘটনা ঘটে বলে জানান গোসাইরহাট থানার ওসি পুষ্পেন দেবনাথ।
নিহত জুলেখা বেগম (৬৫) একই এলাকার মৃত সাত্তার আলী বেপারীর স্ত্রী।
স্থানীয়রা জানান, নাগেরপাড়া ইউনিয়নের বালিকুরি গ্রামের স্কুলের পাশেই ওই বৃদ্ধার বসবাস। স্কুলের ভবন নির্মাণের কাজ চলমান থাকায় সংলগ্ন রেইনট্রি গাছের শিকড়ের এক পাশের মাটি খোঁড়া হয়েছিল।
নাগেরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হক বলেন, শুক্রবার সন্ধ্যায় ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে হঠাৎ করেই বৃষ্টির সঙ্গে ঝোড়ো বাতাস বইতে শুরু করে। এতে রেইনট্রি গাছটি উপড়ে পড়ে যায়। এ সময় গাছটির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান জুলেখা বেগম।
“শেষ বয়সে একজন মানুষের এভাবে মৃত্যু স্বজনদের কষ্ট দিচ্ছে। দুর্যোগের সময় মানুষের সতর্ক থাকা উচিত।”
ওসি পুষ্পেন দেবনাথ বলেন, বৃদ্ধার মরদেহ শরীয়তপুরে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে।