নিহত সোয়ানুর জামান নয়নের বোনকে এক মাসের মধ্যে চাকরি দিতেও সরকারের প্রতি আহ্বান জানান রুহুল কবির রিজভী।
Published : 28 Dec 2024, 10:02 PM
বিগত সরকারের অর্থপাচার এবং দুর্নীতির ফাইলপত্র নষ্ট করতেই সচিবালয়ে আগুন দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
সচিবালয়ে আগুনকে ‘গভীর ষড়যন্ত্রের’ অংশ দাবি করে তিনি বলেন, “পতিত শেখ হাসিনার একজন প্রধান আমলা, মুখ্য সচিব প্রচুর টাকা পাচার করেছেন। তার সেই অর্থ পাচারের ফাইলগুলো ছিল সেখানে। পুড়ে যাওয়া ফাইলগুলোর মধ্যে অনেক গুরুত্বপূর্ণ নথি ছিল।”
শনিবার সকালে রংপুরের মিঠাপুকুরে বড়বালা ইউনিয়নে ফায়ার সার্ভিস কর্মী সোয়ানুর জামান নয়নের বাড়িতে গিয়ে এসব কথা বলেন রিজভী।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সচিবালয়ের আগুন নেভানোর সময় ট্রাকচাপায় নিহত নয়নের পরিবারের সদস্যদের সহমর্মিতা এবং সমবেদনা জানাতে সেখানে গিয়েছিলেন রিজভীসহ ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রতিনিধি দল।
সেখানে প্রতিনিধি দল নয়নের কবর জিয়ারত করেন। এ সময় নয়নের বাবা আখতারুজ্জামান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ সময় বিএনপির যুগ্ম-মহাসচিব রিজভী বলেন, সচিবালয়ে অনেক গুরুত্বপূর্ণ নথি ছিল। সেগুলো বাঁচাতে ফায়ার সার্ভিসের লোকজন তাদের জীবনবাজি রেখে আগুন নেভাতে কাজ করেছে, সোয়ানুর জামান নয়ন- তার মধ্যে অন্যতম। তিনি চলমান স্বাধীনতা রক্ষার অন্যতম শহীদ।”
রিজভী বলেন, “স্বৈরাচার সরকার মানুষের টাকা যেভাবে আত্মসাৎ করেছে তা ভাষায় বর্ণনা করা যাবে না। শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় ও তাদের নামে মার্কিন যুক্তরাষ্ট্রের ৩৫০ মিলিয়ন ডলার পাচারের ঘটনা সে দেশের গোয়েন্দা সংস্থা তদন্ত করছে।
“এটা তো একটিমাত্র ঘটনা। আরও এমন অনেক ঘটনা আছে সেগুলো চাপা দেওয়ার জন্য নয়তলা ভবনে মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ ফাইল পুড়িয়ে দেওয়া হয়েছে।”
তিনি বলেন, “পরাজিত স্বৈরাচারের দোসররা এখনো অনেক জায়গায় আছে। আমলাতন্ত্র, পুলিশসহ সরকারের বিভিন্ন জায়গায় তারা আছে। সবাই তো এখনো পরিবর্তন হয়নি। অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় তারা ঘাপটি মেরে আছে। কোথায় কী ধরনের নাশকতা ও চক্রান্ত হচ্ছে তার কোনো ঠিক নেই। “
রিজভী আরও বলেন, “ছাত্র-জনতার আন্দোলনের শহীদদের প্রতি পৃথিবীর সব দেশই সহমর্মিতা জানিয়েছে। শুধু পাশের একটি দেশ ব্যতীত।”
এসময় নিহত সোয়ানুর জামান নয়নের বোনকে এক মাসের মধ্যে চাকরি দিতেও সরকারের প্রতি আহ্বান জানান রুহুল কবির রিজভী।
এ সময় উপস্থিত ছিলেন- রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু, আমরা বিএনপি পরিবার-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন, রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম, সদস্য সচিব আনিছুর রহমান লাকু।
পুরানো সংবাদ...
অনেক স্বপ্ন ছিল ছেলেকে নিয়ে, এখন তার লাশ আমার কাঁধে: নয়নের বাবা
সড়ক বন্ধ না করায় আফসোস নয়নের স্বজনদের
ফায়ার ফাইটার নয়নের জানাজায় উপদেষ্টা, বললেন 'আমাদেরই ব্যর্থতা'