২০২২ সালে নয়ন ফায়ার সার্ভিসের যোগ দেয়। প্রথমে তিনি সিলেটে ছিলেন; তারপর বদলি হয়ে ঢাকায় আসেন।
Published : 26 Dec 2024, 05:52 PM
অগ্নিকাণ্ডের শুরুতেই সচিবালয়ের সামনের সড়কে যান চলাচল বন্ধ করে দিলে ফায়ার ফাইটার সোয়ানুর জামান নয়ন ট্রাক চাপায় ‘মারা যেত না’ বলে মনে করেন স্বজনরা।
নয়নের চাচাতো ভাই রাকিবুল ইসলাম বৃহস্পতিবার সাংবাদিকদের বলেন, “সে যখন আহত হল, তারপর সড়ক বন্ধ করা হল। পাঁচ মিনিট আগে সড়ক বন্ধ করা হলে সে মারা যেত না। এই ঘটনা সম্পূর্ণভাবে স্বরাষ্ট্র উপদেষ্টার ব্যর্থতা।"
বুধবার গভীর রাতে সচিবালয়ে আগুন লাগে। ঘটনাস্থলে যাওয়ার পর ফায়ার ফাইটার নয়ন পানির লাইন দিতে রাস্তা পার হচ্ছিলেন। ওই সময় একটি ট্রাক চাপা দিলে গুরুতর আহত হন তিনি। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বৃহস্পতিবার দুপুর রাজধানীর বঙ্গবাজারে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদর দপ্তরে নয়নের জানাজা হয়।
জানাজার পর নয়নের মামা রকিব মাসুদ ও চাচাতো ভাই রাকিবুল ইসলাম সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
নয়নের বাড়ি রংপুরের মিঠাপুকুর উপজেলার আটপনিয়া গ্রামে। রাকিবুল ইসলাম বলেন, "২০২২ সালে নয়ন ফায়ার সার্ভিসের যোগ দেয়। প্রথমে সে সিলেটে ছিল; তারপর বদলি হয়ে ঢাকায় আসে।”
ওই বদলির প্রসঙ্গ ধরে জানাজার পর স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী সাংবাদিকদের বলেন, "আল্লাহই তাকে শহীদের মর্যাদা দান করবেন। সে খুবই ভালো ফাইটার ছিল বলে তাকে স্পেশাল টিমের জন্য আনা হয়েছিল। তার জন্য দোয়া করব, আল্লাহ যেন কবরের আজাব মাফ করে।"
ওই সময় ওই পথ দিয়ে ট্রাক চলাচল নিয়ে প্রশ্নে উপদেষ্টা বলেন, “ওই জায়গা দিয়ে ট্রাক যাওয়াটা আমাদের ব্যর্থতাই। ট্রাক ওই জায়গা দিয়ে যাওয়া উচিত ছিল না। তবে আমরা ট্রাক চালককে ধরে ফেলেছি। তাকে আমরা আইনের আওতায় অবশ্যই নিয়ে আসব।"
এ ঘটনা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি ‘ব্যর্থতা’ কিনা, সেই প্রশ্ন একজন সাংবাদিক উপদেষ্টার সামনে রাখেন নয়নের জানাজার পর।
জবাবে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, "আমার একজন মারা গিয়েছে, এটি আমার ব্যর্থতা। অনেকেই এসব ভুলে যাবে, কিন্তু মা-বাবা ভুলবে না। তার মা বাবা যেন ভালো থাকতে পারে, সে বিষয়ে যা দেখা দরকার আমরা দেখব।"