একদিন আগে লুট হওয়ার ৫৩ বস্তা সারের মধ্যে ৪৭ বস্তা উদ্ধার করেছে পুলিশ।
Published : 10 Dec 2024, 09:57 PM
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় পিকআপ থামিয়ে ৫৩ বস্তা সার লুটের ঘটনা ছাত্রদলের দুই নেতার জড়িত থাকার অভিযোগ উঠেছে।
সোমবার বিকালে উপজেলার বড়খাতা ইউনিয়নের দোয়ানী মোড় এলাকা থেকে লুট হওয়ার সারের ৪৭ বস্তা সার উদ্ধার করা হয়েছে বলে জানান হাতীবান্ধা থানার ওসি মাহমুদুন-নবী।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে উপজেলার ফকিরপাড়া ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক ও রমনীগঞ্জ এলাকার আবু তালেবের ছেলে রাশেদুল ইসলাম সবুজ এবং একই এলাকার পশ্চিম সারডুবী গ্রামের আলিবর আলীর ছেলে ও ছাত্রদল নেতা শরিফুল ইসলাম সবুজের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।
ওসি মাহমুদুন-নবী বলেন, “পার্শ্ববর্তী পাটগ্রাম উপজেলার থানা পাড়া এলাকার আশরাফুল ইসলাম কালীগঞ্জ উপজেলার চাপারহাট এলাকার সার ব্যবসায়ী শাহজাহানের কাছে ৮০ বস্তা বিভিন্ন সার বিক্রি করেন।
“পিকআপে করে সেই সার কালীগঞ্জে নিয়ে যাওয়ার পথে হাতীবান্ধার বড়খাতা দোয়ানী মোড়ে আটক করেন কয়েকজন যুবক। এ সময় তারা পিকআপ থেকে ৫৩ বস্তা সার লুট করে নিয়ে যান।”
খবর পেয়ে রাতে ছাত্রদল নেতা রাশেদুল ইসলামের বাড়ি থেকে ১১ বস্তা ও তার দেওয়া তথ্যে আরও ৩৬ বস্তাসহ মোট ৪৭ বস্তা সার উদ্ধার করা হয় বলে জানান ওসি।
এ বিষয়ে জানতে ছাত্রদল নেতা শরিফুল ইসলাম ও রাশেদুল ইসলামকে মোবাইলে একাধিকবার কল করা হলে, তাদের নম্বর বন্ধ পাওয়া যায়।
হাতীবান্ধা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রুবেল ইসলাম ও সদস্যসচিব আব্দুল্লাহ নোমান জানান, এ বিষয়ে তিনি কিছু জানেন না। লোকমুখে শুনেছেন মাত্র।
তবে খোঁজখবর নিয়ে জেলা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে কথা বলে পরবর্তীতে ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি।
ওসি মাহমুদুন-নবী বলেন, লুট হওয়ার ৫৩ বস্তা সারের মধ্যে ইতোমধ্যে ৪৭ বস্তা সার উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রত্রিয়াধীন।