পুলিশের ১০ দিনের রিমান্ড আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক তাকে তিন দিন জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।
Published : 27 Feb 2025, 07:04 PM
সিরাজগঞ্জ-৬ আসনের সাবেক সংসদ সদস্য ও শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি চয়ন ইসলামকে তিন দিন জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত।
বৃহস্পতিবার সকালে তাকে শাহজাদপুর আমলী আদালতে হাজির করা হয়। শুনানি শেষে বিচারিক হাকিম গোলাম রব্বানি এ আদেশ দেন বলে আদালতের এসআই আশরাফ আলী জানান।
তিনি বলেন, “চয়ন ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য শাহজাদপুর থানা পুলিশ ১০ দিনের রিমান্ড আবেদন করে। শুনানি শেষে বিচারক তাকে জেলগেটে তিন দিন জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন।”
পুলিশ জানায়, ৯ ফেব্রুয়ারি রাতে গাজীপুরের শ্রীপুর উপজেলার টেপিরবাড়ি এলাকার একটি বাড়িতে আত্মগোপনে থাকা অবস্থায় চয়ন ইসলাম ও তার স্ত্রী জোসনা খানমকে গ্রেপ্তার করে পুলিশ। পরে ১০ ফেব্রুয়ারি রাতে তাকে শাহজাদপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচন চলাকালে প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী এম এ মুহিতের বাড়িতে হামলা চালিয়ে মোটরসাইকেল ভাঙচুর, হাতবোমা বিস্ফোরণ ও নেতাকর্মীদের মারধর করা হয়। ওই ঘটনায় উপজেলার ফরিদ পাঙ্গাসী গ্রামের বিএনপি কর্মী বাদশা মিয়া ২০২৪ সালের ১৮ ডিসেম্বর থানায় মামলা করেন।
২০২৪ সালের ১৪ নভেম্বর শহীদ জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক এবং উপজেলার হাবিবুল্লাহ নগর ইউপির ৯ নম্বর ওয়ার্ডের সদস্য শাহাদৎ হোসেন চাঁদাবাজির অভিযোগে আদালতে একটি মামলা করেন।
ওই সব মামলায় গ্রেপ্তার দেখিয়ে চয়নকে কারাগারে পাঠানো হয়।
আরও পড়ুন: