মুন্সীগঞ্জের সিরাজদিখানের বাড়ি থেকে ২১ জানুয়ারি বের হয়ে নিখোঁজ হয় রোমান।
Published : 13 Feb 2025, 09:22 PM
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় ডোবার কচুরিপানা পরিষ্কার করতে গিয়ে নিখোঁজ এক স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় বিক্ষুব্ধ ছাত্র-জনতা এক সন্দেহভাজনের বাড়িতে ভাঙচুর করে আগুন দিয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার ছয়গাঁও গ্রামের একটি ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয় বলে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ ফিরোজ কবির জানান।
নিহত রোমান শেখ উপজেলার থৈরগাঁও গ্রামের মিরাজ শেখের ছেলে। সে স্থানীয় বেলতলী জি জে বহুমুখী উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেণির ছাত্র ছিল। লেখাপড়ার পাশাপাশি মিশুক চালাত রোমান।
২১ জানুয়ারি স্কুল থেকে বাড়ি ফিরে রোমান মিশুক নিয়ে বের হয়। এরপর থেকেই সে নিখোঁজ ছিল।
এ ঘটনায় পুলিশ তিনজনকে গ্রেপ্তার এবং শ্রীনগরের সাতগাঁও থেকে মিশুকটি উদ্ধার করতে পারলেও রোমানের কোনো হদিশ ছিল না।
পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, দুপুরে ছয়গাঁও গ্রামের একটি ডোবা পরিষ্কার করতে গিয়ে লাশটি ভেসে ওঠে। পরে পরিবারের সদস্যরা গিয়ে তা শনাক্ত করেন। এ সময় খবর পেয়ে আশপাশ থেকে লোকজন ও রোমানের সহপাঠীরা সেখানে জড়ো হয়।
যে ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়েছে তার পাশেই সিয়াম নামে এক ব্যক্তির বাড়ি। উত্তেজিত জনতা তার দুটি ঘরে ভাঙচুর চালিয়ে, পরে ঘরে থাকা জিনিসপত্র বাইরে বের করে তাতে আগুন ধরিয়ে দেয়।
দুপুর পৌনে ১টার দিকে স্থানীয় প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ ফিরোজ কবির জানান, ময়নাতদন্তের জন্য লাশ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।