কুড়িগ্রামে সীমানার বিরোধে কেয়ারটেকারকে ‘পিটিয়ে হত্যা’

এ ঘটনায় আটক তিনজনসহ জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলে পুলিশ জানিয়েছে।

কুড়িগ্রাম প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 March 2023, 03:36 PM
Updated : 14 March 2023, 03:36 PM

কুড়িগ্রাম সদরে সীমানার বিরোধে একটি বাড়ির কেয়ারটেকারকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে; এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। 

মঙ্গলবার দুপুরে নাজিরা মুন্সিপাড়ায় ঘটনাটি ঘটে বলে জানিয়েছেন কুড়িগ্রাম সদর থানার ওসি খান মো. শাহরিয়ার।

ঘটনার পর জেলা পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। 

নিহত ৪২ বছর বয়সী সেলিম মিয়া পার্শ্ববর্তী ব্যাপারী পাড়ার মৃত বাদশা মিয়ার ছেলে। তিনি ওই বাড়ির কেয়ারটেকার ছিলেন।

আটকরা হলেন একই এলাকার আজিমুদ্দিনের ছেলে লিয়াকত, কুদরতের স্ত্রী নাজমা বেগম এবং কয়ছারের স্ত্রী মল্লিকা। 

স্থানীয়দের বরাতে ওসি খান মো. শাহরিয়ার জানান, পাঁচগাছী ইউনিয়নের গারুহারা গ্রামের আব্দুল জলিলের ছেলে আব্দুল আহাদ মুন্সিপাড়ায় ৭ শতক জমি ক্রয় করে বাড়ি নির্মাণ করছিলেন। 

“বাড়ির সীমানা নিয়ে প্রতিবেশী আজিমুদ্দিনের চার ছেলে কয়ছার, কুদরত, লিয়াকত ও রেজাউলের সঙ্গে আহাদের বিরোধ দেখা দিলে কাজ বন্ধ হয়ে যায়।” 

তিনি আরও বলেন, মঙ্গলবার সকালে আহাদ পুনরায় নির্মাণ কাজ শুরু করলে ওই চার ভাই বাধা দেন। এ সময় সেলিম কথা বলতে গেলে ওই চার ভাই ও তাদের স্ত্রী-সন্তানরা তার ওপর হামলা চালায়। এতে ঘটনাস্থলেই সেলিম মারা যান।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তিন জনকে আটক করে থানায় নিয়ে যায়। 

কুড়িগ্রাম সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার শাহীনুর রহমান সরদার বলেন, “সেলিমকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়।” 

পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম জানান, আটক তিনজনসহ এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে। 

এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন ওসি খান মো. শাহরিয়ার।