ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডের ম্যাচ খেলতে ২০ মার্চ দলের সঙ্গে শিলংয়ের উদ্দেশ্যে উড়াল দেবেন তিনি।
Published : 18 Mar 2025, 05:30 PM
হবিগঞ্জের বাহুবলে নিজ গ্রাম স্নানঘাটে অসহায়-দরিদ্র মানুষের মাঝে ‘ঈদ উপহার’ হিসেবে আর্থিক অনুদান দিয়েছেন ইংলিশ ফুটবলে সুনাম কুড়ানো হামজা চৌধুরী।
মঙ্গলবার বিকাল সাড়ে ৩টায় নিজের পৈত্রিক বাড়িতে এলাকার দেড় শতাধিক মানুষের মাঝে প্রায় ১০ লাখ টাকা বিতরণ করেন তিনি।
এ সময় হামজার বাবা দেওয়ান মুর্শেদ চৌধুরীসহ পরিবারের লোকজন উপস্থিত ছিলেন।
এ ছাড়া হামজা দেওয়ান চৌধুরীর অর্থায়নে স্নানঘাট গ্রামে নির্মাণ করা হয়েছে এতিমখানা ও মাদ্রাসা। বিনামূল্যে সেখানে এতিম শিক্ষার্থীদের পড়াশুনার সুযোগ রয়েছে।
হামজা চৌধুরী সোমবার দুপুরে লন্ডন থেকে বাংলাদেশে আসেন। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বাফুফে, সরকারি কর্মকর্তা ও স্বজনরা স্বাগত জানান।
পরে তিনি হবিগঞ্জের পৈত্রিক বাড়িতে আসেন। তার সঙ্গে স্ত্রী ও তিন সন্তান রয়েছে। গ্রামবাসী তাকে সংবর্ধনাও দিয়েছে। তার আগমনকে কেন্দ্র করে এলাকায় উৎসবের আবহ ছিল।
মঙ্গলবার দুপুরে ঘুম থেকে উঠে হামজা চৌধুরী মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের সঙ্গে দেখা করেন। ইফতারের পর এই ফুটবল তারকার ঢাকায় ফেরার কথা রয়েছে।
হামজার বাবা দেওয়ান মুর্শেদ চৌধুরী বলেন, “প্রতি বছরই হামজার অর্থায়নে গ্রামে অসহায়-দরিদ্রদের মাঝে আর্থিক অনুদান দেওয়া হয়। মসজিদ, মাদ্রাসা ও গরিব মানুষদের সহায়তা করতে পছন্দ করেন হামজা। নিজের অর্থায়নে মাদ্রাসা ও এতিমখানা পরিচালনা করছেন তিনি।”
আগামী ২৫ মার্চ ভারতের বিপক্ষে বর্তমানে শেফিল্ড ইউনাইটেডের এই মিডফিল্ডারের অভিষেক হওয়ার কথা রয়েছে।
হামজা চৌধুরী বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক। তবে এখন তিনি বাংলাদেশেরও নাগরিক। তাকে নাগরিকত্ব দিয়েছে বাংলাদেশ সরকার।
ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডের ম্যাচ খেলতে ২০ মার্চ দলের সাথে শিলংয়ের উদ্দেশ্যে উড়াল দেবেন তিনি।
আরও পড়ুন:
ভাল লাগছে, আফনারা সবে আইছেন আমারে দেখবার লাগি: হামজা চৌধুরী
হবিগঞ্জের পৈত্রিক বাড়িতে হামজা চৌধুরী, স্ত্রী-সন্তানদের ফুলেল বরণ
ইনশাআল্লাহ আমরা উইন খরমু, বড় স্বপ্ন আছে: সিলেটে হামজা চৌধুরী
সিলেটে পৌঁছে ভক্তদের ভালোবাসায় সিক্ত হামজা চৌধুরী
বাড়ি আসছেন হামজা চৌধুরী, বরণে নানা আয়োজন বাহুবলে
'ঘরের ছেলে' হামজাকে বরণ করে নিতে হবিগঞ্জে উৎসবের আমেজ