“ছেলে বাংলাদেশ জাতীয় দলের জার্সিতে আন্তর্জাতিক ফুটবল খেলবে, একজন বাবা হিসেবে এর চেয়ে বড় গর্বের কিছু নেই।”
Published : 17 Mar 2025, 02:20 PM
ফুটবলপ্রেমীদের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে বাংলাদেশে পৌঁছেছেন হামজা চৌধুরী।
ইংলিশ ফুটবলের এই ডিফেন্সিভ মিডফিল্ডার সোমবার পৌনে ১২টার দিকে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন। তাকে বরণ করে নিতে সকাল থেকেই উৎসবের আবহ বিরাজ করছিল। হামজা চৌধুরীর বাবা দেওয়ান মোরশেদ চৌধুরী বিমানবন্দরে উপস্থিত ছিলেন।
সোমবার বাংলাদেশ সময় রাত ২টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ম্যানচেস্টার থেকে সিলেটের উদ্দেশে রওনা হয়েছিলেন হামজা।
সোমবার সকাল ১০টা থেকেই তাকে বরণ করতে সিলেটের ভক্তরা ফুল-ব্যানার-ঢাক-ঢোল নিয়ে হাজির হন বিমানবন্দরে। তাদের হাতে হামজার আঁকা ছবি আর ব্যানার-ফ্যাস্টুন দেখা গেছে। এ সময় বাধ্যযন্ত্রের তালে আর স্লোগানে-স্লোগানে মুখরিত হয় পুরো বিমানবন্দর এলাকা। সিলেটে পৌঁছেই ভক্তদের বিপুল ভালোবাসায় সিক্ত হন হামজা চৌধুরী।
ভক্তদের এই ভিড় সামলাতে হিমশিম খেতে হয় নিরাপত্তাবাহিনীকে। সাংবাদকর্মীদের ভিড়ও ছিল উপচে পড়া। বেলা ১টার দিকে বিমানবন্দরের ভিআইপি গেট দিয়ে যখন হামজা চৌধুরী বাইরে বেরিয়ে আসেন তখন রীতিমত ধাক্কাধাক্কি লেগে যায়। ফলে সাংবাদিকদের সঙ্গে তেমন কথা বলতে পারেনি ফুটবল তারকা। কেবল শুভেচ্ছা বিনিময় করেই আবার ঢুকে পড়েন ভিআইপ টার্মিনালে।
হামজাকে বরণ করতে সিলেট নগরীর আম্বরখানা থেকে আসা যুবক মারজান হোসেন বলেন, “সিলেটের হামজা ইংলিশ লীগ মাতানো ফুটবলার। তিনি এখন বাংলাদেশের হয়ে খেলবেন এটা আমাদের জন্য আনন্দের।
“তিনি আমাদের সিলেটি। এটি আমাদের জন্য গর্বের বিষয়। তাই তাকে দেখতে খোনে এসেছি। সকাল থেকে বিমানবন্দরে রয়েছি।”
হামজা ও তার পরিবারকে বরণ করে নিতে সিলেট বিমানবন্দরে উপস্থিত ছিলেন বাফুফের নির্বাহী সদস্য সাখাওয়াত হোসেন ভুইয়া শাহীন, কামরুল ইসলাম হিল্টন, গোলাম গাউস, ইকবাল হোসেন, সত্যজিৎ দাশ রুপু, ইমতিয়াজ হামিদ সবুজ ও মন্জুরুল করিম। তাদের সঙ্গে ছিলেন হামজার বাবা মোরশেদ দেওয়ান চৌধুরী ও সিলেটের ফুটবলপ্রেমীরা।
হামজার বাবা মোরশেদ দেওয়ান চৌধুরী সাংবাদিকদের বলেন, “সিলেট বিমানবন্দর থেকে সরাসরি হবিগঞ্জের বাহুবল উপজেলার স্নানঘাট গ্রামে চলে যাবে হামজা। সেখানে পরিবারের সঙ্গে সময় কাটাবে। তার আগমনে হবিগঞ্জে উৎসবের আমেজ তৈরি হয়েছে। আগামীকাল ঢাকায় আসতে পারে হামজা। এরপর যোগ দেবে জাতীয় দলের ক্যাম্পে।”
আগামী ২৫ মার্চ ভারতের বিপক্ষে বর্তমানে শেফিল্ড ইউনাইটেডের এই মিডফিল্ডারের অভিষেক হওয়ার কথা রয়েছে।
হামজা চৌধুরী বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক। তবে এখন তিনি বাংলাদেশেরও নাগরিক। তাকে নাগরিকত্ব দিয়েছে বাংলাদেশ সরকার।
মাতৃভূমির প্রতি অসামান্য টানের কারণে হামজার দেশে ফিরেছে জানিয়ে তার বাবা দেওয়ান মুর্শেদ বলেন, “শেকড় যাতে ভুল না যায় সে কারণেই তাকে আমি তাকে এখানে নিয়ে এসেছি। আমি তাকে জোর করিনি। সে নিজের ইচ্ছাতে এসেছে।”
দেশবাসী যে প্রত্যাশা করছে হামজাকে নিয়ে হামজা তা পূরণ করতে পারবেন এমন আশা ব্যক্ত তিনি বলেন, “আজকের দিনটা আমার জন্য আবেগের, আনন্দের। অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম এই দিনটির জন্য। ছেলে বাংলাদেশ জাতীয় দলের জার্সিতে আন্তর্জাতিক ফুটবল খেলবে, একজন বাবা হিসেবে এর চেয়ে বড় গর্বের কিছু নেই।”
হামজা চৌধুরীর এবারের ফেরা একটু ভিন্ন। এবার যে তিনি বাংলাদেশ জাতীয় ফুটবল দলের জার্সি গায়ে জড়িয়ে খেলবেন। শেফিল্ড ইউনাইটেডে ধারে খেলা হামজার বাংলাদেশ দলে ডাক পাওয়ার পর থেকেই অপেক্ষার ক্ষণ গোনা শুরু সমর্থক, গ্রামবাসীদের।
ওসমানী বিমানবন্দর থেকে হামজা যাবেন হবিগঞ্জের বাহুবল উপজেলার স্নানঘাট গ্রামে; নিজ বাড়িতে। হামজার আগমনকে ঘিরে স্নানঘাটসহ পুরো জেলায় বিরাজ করছে উৎসবের আমেজ। সাজ সাজ রব পড়েছে তার নিজ গ্রামেও। হামজাকে অভিনন্দন বার্তা জানিয়ে ব্যানার, ফেস্টুন ও তোরণে ছেয়ে গেছে পুরো এলাকা।
হামজার চাচা দেওয়ান গোলাম মাসুদ বলেন, “দেশের প্রতি অকৃত্রিম ভালোবাসার কারণে লাল-সবুজের জার্সি গায়ে খেলতে আসছে হামজা। লন্ডন থেকে সিলেট হয়ে প্রথমে গ্রামের বাড়ি হবিগঞ্জের বাহুবল উপজেলার স্নানঘাট গ্রামের নিজ বাড়িতে আসবে। আমাদের গ্রামবাসীর পক্ষ থেকে আমার ভাতিজাকে সংবর্ধনা দেওয়া হবে।”
এই উৎসব, আমেজের আবহের মধ্যে নিরাপত্তা শঙ্কাও আছে। হামজা তার স্ত্রী, তিন সন্তান এবং মাকে সঙ্গে নিয়ে আসছেন। বাবা দেওয়ান মুর্শেদ চৌধুরী চলে এসেছেন আগেই।
ছোট বেলা থেকেই বাংলাদেশের প্রতি অন্যরকম টান ছিল হামজার। ছেলেকে দেশের জার্সিতে খেলতে অনুপ্রাণিত করেছিলেন বাবা। তার স্বপ্ন পূরণ এখন স্রেফ সময়ের ব্যাপার। অনাকাঙিক্ষত কিছু না ঘটলে আগামী ২৫ মার্চ ভারতের বিপক্ষে বাংলাদেশের হয়ে খেলতে নামবেন হামজা।
মা-বাবার সাথে গ্রামে এর আগেও হামজা এসেছেন কয়েকবার। এবার আসছেন প্রায় ১১ বছর পর। তার পরিবার জানিয়েছে, গ্রামের বাড়িতে একদিন থাকবেন হামজা।
সোমবার ঢাকার উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা রয়েছে তার। আর ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডের ম্যাচ খেলতে ২০ মার্চ দলের সাথে শিলংয়ের উদ্দেশ্যে উড়াল দেবেন তিনি।