“নিরাপত্তা নিশ্চিত করলে চিকিৎসা সেবা শুরু করার কথা বলছেন চিকিৎসক, নার্সসহ অন্যান্যরা।”
Published : 14 Sep 2024, 05:52 PM
রোগীর মৃত্যুর জেরে চিকিৎসককে মারধর ও ভাঙচুরের প্রতিবাদে কক্সবাজার জেলা সদর হাসপাতালে চতুর্থ দিনের মত চিকিৎসক-নার্স-কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি অব্যাহত থাকায় স্বাভাবিক সেবা শুরু করা যায়নি।
তবে হাসপাতালের জরুরি বিভাগ ও আবাসিক ভর্তি রোগীদের চিকিৎসা সেবা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরওএমও) আশেকুর রহমান।
তিনি জানান, শনিবার সকাল ৯টায় চিকিৎসক, নার্স, কর্মচারীদের সঙ্গে প্রশাসনের বৈঠক হয়েছে। এখনও হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত না হওয়ায় কর্মবিরতি অব্যাহত রয়েছে। বহির্বিভাগ এবং প্রাইভেট চিকিৎসা স্বাভাবিক করতে আলোচনা চলছে। জেলা প্রশাসন, পুলিশের সঙ্গে আলোচনা করে নিরাপত্তা নিশ্চিত করলে চিকিৎসা সেবা শুরু করার কথা বলছেন চিকিৎসক, নার্সসহ অন্যরা।
মঙ্গলবার রাত দেড়টায় হাসপাতালের সিসিইউতে ভর্তি থাকা কক্সবাজার শহরের নুনিয়ারছড়া এলাকার আবদুল আজিজ নামের এক রোগীর মৃত্যু হয়।
ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু হয়েছে দাবি করে হাসপাতালের ভেতরেই ক্ষোভে ফেটে পড়েন রোগীর স্বজনরা। এক পর্যায়ে তারা চিকিৎসক সজিব কাজিকে মারধর করেন। হাসপাতালের সিসিইউ, আইসিইউসহ বিভিন্ন স্থানে হামলা ও ভাঙচুর করা হয়।
পরদিন বুধবার সকাল থেকে চিকিৎসকে মারধর ও লাঞ্ছিতের ঘটনায় কর্মবিরতি শুরু হয়। এর মধ্যে আহত চিকিৎসক বাদী হয়ে একটি মামলা করেছেন। পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে।
আরও পড়ুন:
কক্সবাজারে চিকিৎসককে মারপিটের ঘটনায় মামলা, বন্ধ সেবা
রোগীর মৃত্যুর পর ডাক্তারকে পিটুনি, কক্সবাজার হাসপাতালে চিকিৎসা বন্ধ