১১ দিন পর উৎপাদনে এসে মাত্র সাত ঘণ্টার মাথায় আবার বন্ধ হয়ে গেছে ইউরিয়া উৎপাদনকারী এই প্রতিষ্ঠান।
Published : 09 Mar 2025, 04:16 PM
বোরো মৌসুম চলার মধ্যে জামালপুরের তারাকন্দির যমুনা সার কারখানা ১১ দিন পর উৎপাদনে এসে মাত্র সাত ঘণ্টার মাথায় আবার বন্ধ হয়ে গেছে।
গ্যাসের চাপ কম থাকায় বোরো আবাদের জন্য গুরুত্বপূর্ণ ইউরিয়া উৎপাদনকারী প্রতিষ্ঠানটি রোববার ভোর ৪টায় চালু হয়ে বেলা ১১টায় বন্ধ হয়ে যায় বলে যমুনা সার কারখানার মহাব্যবস্থাপক (প্রশাসন) দেলোয়ার হোসেন জানান।
কারখানা কর্তৃপক্ষ জানায়, গ্যাস সংকটে ২০২৪ সালের ১৫ জানুয়ারি থেকে যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন বন্ধ হয়ে যায়। ১৩ ফেব্রুয়ারি তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি গ্যাসের সংযোগ দিলে ২৩ ফেব্রুয়ারি থেকে পুরোদমে উৎপাদন শুরু হয়।
অ্যামোনিয়া প্ল্যান্টের ভাল্বে ত্রুটি এবং গ্যাসের চাপ কমায় তিন দিন পর ২৬ ফেব্রুয়ারি রাতে ফের উৎপাদন বন্ধ হয়। মেরামত শেষে রোববার ভোর ৪টায় পুনরায় ইউরিয়া সার উৎপাদন শুরু করে। কিন্তু গ্যাসের চাপ কমে যাওয়ায় বেলা ১১টায় ইউরিয়া উৎপাদন বন্ধ করে শুধু অ্যামোনিয়া প্ল্যান্ট চালু রাখা হয়েছে।
দৈনিক এক হাজার ৭০০ টন দানাদার ইউরিয়া সার উৎপাদনকারী এই কারখানায় উৎপাদন স্বাভাবিক রাখতে গ্যাসের চাপ ৪০ থেকে ৪২ পিএসআই প্রয়োজন হলেও তা কমে ৩০ থেকে ৩১ পিএসআই-তে নেমে এসেছে।
আরও পড়ুন: