ডামি ফুয়েলের সাহায্যে রিয়্যাক্টরের সকল প্যারামিটার যাচাই নিশ্চিত হওয়ার পর প্রকৃত ফুয়েল দেওয়া হবে।
Published : 18 Sep 2024, 08:28 PM
পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের প্রথম ইউনিটের রিয়্যাক্টর প্রেসার ভেসেলে ডামি ফুয়েল লোডিংয়ের কাজ শুরু হয়েছে; যা আগামী দুই সপ্তাহ চলবে জানিয়েছে প্রকল্প সংশ্লিষ্টরা।
মঙ্গলবার থেকে শুরু হওয়া এই কার্যক্রম অংশ নিয়েছেন এতমস্ত্রয় এক্সপোর্টসহ প্রকল্প সংশ্লিষ্ট রাশিয়ার বিভিন্ন প্রতিষ্ঠান।
১৬৩টি ডামি ফুয়ল অ্যাসেম্বলি ও ১১৫টি কনট্রোল অ্যান্ড প্রোটেকশন সিস্টেম এবসর্বার রড লোড করা হবে। ডামি ফুয়েলের সাহায্যে রিয়্যাক্টরের সকল প্যারামিটার যাচাই নিশ্চিত হওয়ার পর প্রকৃত ফুয়েল দেওয়া হবে।
এতমস্ত্রয় এক্সপোর্টের ভাইস প্রেসিডেন্ট আলেক্সি ডেইরি জানান, ডামি ফুয়েল অ্যাসেম্বলি আসল ফুয়েল অ্যাসেম্বলির অনুরূপ হলেও এতে পারমাণবিক জ্বালানি থাকে না।
এই ফুয়েল লোডি করার পর রিয়্যাক্টরের সার্কুলেশন ফ্ল্যাশিং, কোল্ড এবং হট টেস্ট সম্পাদন করা হবে বলে জানান তিনি।
সবগুলো পরীক্ষার সফলতার ওপর নির্ভর করে রিয়্যাক্টরের নিরাপদ ও নির্ভরযোগ্য অপারেশন শুরু হবে বলে এতমস্ত্রয় এক্সপোর্টের এই কর্মকর্তা জানান।
রাশিয়ার কারিগরি ও আর্থিক সহায়তায় পাবনার ঈশ্বরদীতে রূপপুরে নির্মিত হচ্ছে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। জনশক্তি প্রশিক্ষণসহ প্রকল্পটির নির্মাণ ব্যয় ধরা হয়েছে ১২ দশমিক ৬৫ বিলিয়ন মার্কিন ডলার; যার ৯০ শতাংশ অর্থায়ন করছে রাশিয়া।
মোট ছয়টি সঞ্চালন লাইনের মাধ্যমে ২৪০০ মেগাওয়াট ক্ষমতার এই পারমাণবিক কেন্দ্রের বিদ্যুৎ সঞ্চালন করা হবে।