পটুয়াখালীতে পানিতে ডুবে ৩ ভাইবোনের মৃত্যু

দুপুরে বাবা-মা ঘরে না থাকায় দাদির কাছে ছিল ওই তিন শিশু; সবার অজান্তে তারা বাড়ির পাশে গর্তের পানিতে নামে।

পটুয়াখালী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 May 2023, 12:23 PM
Updated : 12 May 2023, 12:23 PM

পটুয়াখালীতে বাড়ির পাশের গর্তের পানিতে ডুবে এক পরিবারের তিন শিশু মারা গেছে।

শুক্রবার দুপুরে কলাপাড়া উপজেলার বাদুরতলীর জিয়া কলোনিতে এ ঘটনা ঘটে।

মৃত তিন শিশু হলো অটোরিকশা চালক সোহেল ফকিরের ছেলে রুমান (৭) ও মেয়ে শারমিন (৫) ও সোহেলের ভাই রুবেল ফকিরের মেয়ে মরিয়ম (৮)।

এলাকাবাসীর বরাতে পুলিশ জানায়, দুপুরে বাবা-মা ঘরে না থাকায় দাদি শেফালী বেগমের কাছে ছিল ওই তিন শিশু। বাড়ির পাশে খেলা করছিল তারা।

দুপুরের এক প্রতিবেশী গরুকে পানি খাওয়ানোর জন্য মাটি কাটার গর্ত থেকে পানি তুলতে গেলে এক শিশুকে সেখানে ভাসমান দেখতে পান। তিনি ওই শিশুকে পানি থেকে ওঠাতে গেলে ডুবন্ত অবস্থায় আরও দুই শিশুর মরদেহ দেখতে পান।

তখন তার ডাক চিৎকারে লোকজন গিয়ে তিন শিশুকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।

কলাপাড়া থানার ওসি মো. জসিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শিশুরা মাঠের গর্তে জমে থাকা পানিতে গোসল করছিল। গোসলের সময় এক পর্যায়ে তারা গভীর একটি খাদে তলিয়ে যায়।

পরে তাদের মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

খবর পেয়ে কলাপাড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিন শিশুর মরদেহের সুরতহাল সম্পন্ন করে পরিবারের কাছে হস্তান্তর করে বলে ওসি জানান।