এতে ঢাকা-আরিচা মহাসড়কে ১০ কিলোমিটারজুড়ে যানজটের সৃষ্টি হয়েছে।
Published : 02 Mar 2025, 10:57 PM
ঢাকার সাভারে বকেয়া বেতন ভাতার দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভের পর পুলিশ ও সেনাবাহিনীর চেষ্টায় পোশাক শ্রমিকরা সরেছেন । যদিও অবরোধের সময় সড়কের দুই দিকে ১০ কিলোমিটারজুড়ে যানজটের সৃষ্টি হয়।
রোববার সন্ধ্যার পর ঢাকা-আরিচা মহাসড়কে উপজেলার উলাইল বাসস্ট্যান্ড এলাকার ‘প্রতীক অ্যাপারেলস লিমিটেড’ কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করেন বলে জানান সাভার হাইওয়ে থানার ওসি সওগাতুল আলম।
নাম গোপন রাখা শর্তে একাধিক শ্রমিকরা জানান, প্রতি মাসের বেতন নিয়মিত পরিশোধ করলেও কারখানা কর্তৃপক্ষ জানুয়ারির বেতন এখনো পরিশোধ করেনি। কয়েক দফায় বেতন পরিশোধের আশ্বাস দিলেও তারা কথা রাখেননি।
তাই বাধ্য হয়ে কারখানাটির তিন শতাধিক শ্রমিক সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেছেন বলে জানান তারা।
সড়ক অবরোধের কারণে ঢাকা-আরিচা মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তি পড়েন সাধারণ যাত্রীরা। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেন বলে জানান ওসি সওগাতুল আলম।