আন্দোলনরত শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাদের কক্ষ থেকে আগ্নেয়াস্ত্র বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করে নিয়ে আসে।
Published : 16 Jul 2024, 07:50 PM
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগকে অবাঞ্চিত ঘোষণা, ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবি করেছেন কোটা সংস্কারে আন্দোলনরত শিক্ষার্থীরা।
মঙ্গলবার বিকাল থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের মেইনগেইট সংলগ্ন রাজশাহী-ঢাকা মহাসড়ক অবরোধ করে এসব দাবি জানান তারা।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, তাদের মূল দাবি কোটা সংস্কার থেকে তারা সরে আসেননি। প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাহারের পাশাপাশি কেবল নতুন কিছু দাবি যুক্ত হয়েছে।
তাদের দাবিগুলোর মধ্যে আছে, ক্যাম্পাসে ছাত্রলীগকে অবাঞ্চিত ঘোষণা করতে হবে, কোনো হলেই ছাত্রলীগ অবস্থান করতে পারবে না। ক্যাম্পাসে ছাত্ররাজনীতি নিষিদ্ধ ঘোষণা করতে হবে।
শিক্ষার্থীরা বলেন, কারো বুকে যদি গুলি লাগে তাহলে প্রতিটা লাশ নিয়ে প্যারিস রোডে যাবেন আন্দোলনকারীরা, আগামীকাল (বুধবার) ভিসির কাছে প্রমাণপত্র নিয়ে যাওয়া হবে, যাতে ক্যাম্পাসে ছাত্ররাজনীতি নিষিদ্ধ ঘোষণা করা হয়।
এর আগে আন্দোলনরত শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাদের কক্ষ থেকে আগ্নেয়াস্ত্র বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করে নিয়ে আসে।
শিক্ষার্থীদের দাবি- কোনো ছাত্রনেতার কক্ষে কখনো অস্ত্র থাকতে পারে না। তাদেরকে অবাঞ্চিত ঘোষণা করতে হবে।
এসময় শিক্ষার্থীরা উপস্থিত পুলিশ প্রশাসনকে অস্ত্র জমা নিয়ে ছাত্রলীগের নেতাকর্মীদের গ্রেপ্তার করতে বললেও তারা কোনো সাড়া দেননি।
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী মনিরুল ইসলাম বলেন, “কোনো ছাত্রনেতার কক্ষে কখনো অস্ত্র থাকতে পারে না। তাদেরকে অবিলম্বে অবাঞ্চিত ঘোষণা করতে হবে। পাশাপাশি ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করতে হবে।"
আরও পড়ুন
সারাদেশে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে রাবি শিক্ষার্থীদের বি
রাবিতে বাম ছাত্রনেতাদের ওপর 'ছাত্রলীগের হামলা', আহত ৪
কোটা আন্দোলনকারীদের ওপর হামলার প্রতিবাদে রাবিতে বিক্ষোভ
ঢাকা-রাজশাহী মহাসড়ক দেড় ঘণ্টা অবরোধ রাবি শিক্ষার্থীদের
কোটা: জেলা প্রশাসকের কার্যালয়ের পথে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্
কোটা সংস্কার: রাবি শিক্ষার্থীদের আবারও রেলপথ অবরোধ
কোটা: চট্টগ্রাম-কুমিল্লায় হামলার প্রতিবাদে রাবি শিক্ষার্থীদের রেল