“বাবা টাকা দিতে অস্বীকৃতি জানালে দুজনের মধ্যে হাতাহাতি হয়।”
Published : 22 Dec 2024, 07:32 PM
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে তার ছেলের বিরুদ্ধে।
নিহতের স্বজনদের বরাতে পুলিশ বলছে, ‘মাদকাসক্ত’ ছেলে বাবার কাছে টাকা দাবি করে, না পেয়ে এ ঘটনা ঘটিয়েছে।
রোববার বিকালে উপজেলার সোনারগাঁও ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে বলে সোনারগাঁ থানার ওসি আব্দুল বারী জানান।
নিহত ৪৫ বছর বয়সী শফিকুল ইসলাম গোবিন্দপুর গ্রামের বাসিন্দা। তিনি পেশায় কৃষক।
ঘটনার পর থেকে শফিকুলের ছেলে মো. রিফাত (১৮) পলাতক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
স্বজনদের বরাতে ওসি বলেন, “রিফাত মাদকাসক্ত এবং তিনি কোনো কাজই করতেন না। রোববার বিকালে বাবার কাছে তিনি দুই হাজার টাকা দাবি করেন। কিন্তু বাবা টাকা দিতে অস্বীকৃতি জানালে দুজনের মধ্যে হাতাহাতি হয়।
“এক পর্যায়ে রিফাত তার বাবার পেটে ছুরি দিয়ে আঘাত করে। স্বজনরা তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসকরা শফিকুলকে মৃত ঘোষণা করেন।”
লাশ উদ্ধার নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে ময়নাতদন্তের পাঠানো হয়েছে জানিয়ে এ পুলিশ কর্মকর্তা বলেন, এ ঘটনায় এখনও মামলা হয়নি।