শ্যালকের স্ত্রীকে ধর্ষণের মামলায় তাকে গ্রেপ্তার করেছে র্যাব।
Published : 26 Mar 2025, 12:12 AM
লক্ষ্মীপুরে গৃহবধূকে ধর্ষণের মামলায় এক ব্যক্তিকে নোয়াখালী থেকে গ্রেপ্তার করেছে র্যাব।
মঙ্গলবার রাতে অভিযানে তাকে গ্রেপ্তারের তথ্য দেন র্যাব-১১ এর নোয়াখালী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক (ভারপ্রাপ্ত) মিঠুন কুমার কুণ্ডু।
গ্রেপ্তার জামাল আহমেদ সনির বাড়ি লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরগাজী ইউনিয়নে।
পুলিশ বলছে, সোমবার ভোরে জামাল তার শ্যালকের স্ত্রীকে ধর্ষণ করেন। তার সঙ্গে যোগ দেন আরও কয়েকজন। পরে ওই গৃহবধূ মামলা দায়ের করেন।
রামগতি থানার ওসি কবির হোসেন বলেন, আসামিকে গ্রেপ্তারের তথ্য পুলিশকে জানিয়েছে র্যাব।