ওসি বলেন, “এই ঘটনায় আরও লোক নিখোঁজ বা মারা গেছেন বলে শোনা গেলেও এখনো নিশ্চিত হওয়া যায়নি।”
Published : 11 Jan 2025, 10:38 AM
মুন্সীগঞ্জের গজারিয়ার মেঘনা নদীতে স্পিডবোট ও বাল্কহেডের সংঘর্ষে দুই জন নিহত ও এক জন আহত হয়েছেন।
শুক্রবার রাত সাড়ে ৯টায় কালিপুরা ঘাটের অদূরে মেঘনায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন গজারিয়া থানার ওসি আনোয়ার আলম আজাদ।
নিহত ওদুদ গজারিয়ার গুয়াগাছিয়া ইউনিয়নের দক্ষিণ জামালপুর গ্রামের মামুন বেপারির ছেলে এবং অপর নিহত বাবুলের নাম জানা গেলেও তার ঠিকানা এখনও জানাতে পারেনি পুলিশ।
আর আহত হালিম গজারিয়া উপজেলার দক্ষিণ জামালপুর গ্রামের বাচ্চু প্রধানের ছেলে।
ওসি আনোয়ার বলেন, শুক্রবার রাত নদীতে নোঙর করে রাখা বাল্কহেডের সঙ্গে দ্রুতগতির স্পিডবোটটির সংঘর্ষ হয়। পরে স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে গজারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন এবং গুরুতর আহত আরেকজনকে ভবেরচর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
ওসি বলেন, “এই ঘটনায় আরও লোক নিখোঁজ বা মারা গেছেন বলে শোনা গেলেও এখনো নিশ্চিত হওয়া যায়নি।”
তিনি আরও বলেন, “শোনা যাচ্ছে- হতাহতদের মধ্যে মেঘনায় অবৈধ বালু উত্তোলন এবং নৌপথে দস্যুতার সাথে জড়িতরাও রয়েছে। এর সঙ্গে সংশ্লিষ্টরা পালিয়ে গেছে।”
ওসি জানান, নিহতদের লাশ পুলিশ হেফাজতে রয়েছে।