ঢাকা থেকে রংপুরগামী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের রোড ডিভাইডারের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়।
Published : 28 Jun 2023, 11:52 AM
বগুড়ার শিবগঞ্জ উপজেলায় যাত্রীবাহী বাস উল্টে দুইজনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরও দুইজন।
বুধবার সকাল ৬টার দিকে উপজেলার বগুড়া-রংপুর মহাসড়কের চন্ডিহারা এলাকায় দুর্ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছেন গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি আমিনুল ইসলাম।
নিহতদের মধ্যে কিশোর আল আমিনের বাড়ি রংপুরের মিঠাপুকুর এলাকায়, অপরজনের পরিচয় এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ।
ওসি আমিনুল জানান, সকালে ঢাকা থেকে রংপুরগামী বৈশাখী পরিবহনের যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের রোড ডিভাইডারের সঙ্গে ধাক্কা খায়। এতে বাসটি উল্টে গিয়ে ঘটনাস্থলেই দুজন মারা যান।
এ ঘটনায় বাসের আরও ২ যাত্রী আহত হয়েছেন। তাদের শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
নিহতদের মরদেহ থানা হেফাজতে রাখা হয়েছে। অজ্ঞাত যুবকের পরিচয় শনাক্তে কাজ চলছে।
ওসি আরও জানান, দুর্ঘটনার পর বাসের চালক ও সহকারী পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। এ ব্যাপারে আইনি ব্যবস্থার প্রক্রিয়া চলছে।