ঝিনাইদহে যৌতুক না পেয়ে স্ত্রীকে হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড

স্ত্রী ববিতা খাতুনকে শ্বাসরোধে হত্যার পর লাশ বাড়ির পাশের মেহগনি বাগানে ফেলে রাখেন আব্দুল হালিম।

ঝিনাইদহ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 March 2023, 09:09 AM
Updated : 14 March 2023, 09:09 AM

ঝিনাইদহে যৌতুক না পেয়ে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার দায়ে এক ব্যক্তির মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। 

মঙ্গলবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. মিজানুর রহমান এ রায় প্রদান করেন বলে জানিয়েছেন ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী বজলুর রহমান। 

দণ্ডপ্রাপ্ত আসামি হলেন, শৈলকুপা উপজেলার দেবিনগর গ্রামের আব্দুল হালিম। রায়ের সময় তিনি পলাতক ছিলেন। 

মামলার নথির বরাতে পিপি বজলুর রহমান জানান, যৌতুক না পেয়ে নির্যাতনের এক পর্যায়ে ২০১৩ সালের ১৯ ডিসেম্বর দেবীনগর গ্রামের আব্দুল হালিম তার স্ত্রী ববিতা খাতুনকে শ্বাসরোধে হত্যা করেন। এরপর লাশ বাড়ির পাশের মেহগনি বাগানে ফেলে রেখে পালিয়ে যান।

এ ঘটনায় পরদিন ববিতার মা সালেহা বেগম বাদী হয়ে শৈলকুপা থানায় তিনজনের নাম উল্লেখ করে মামলা করেন। 

পরে পুলিশ তদন্ত শেষে ২০১৪ সালের ২৬ মে স্বামী আব্দুল হালিমের বিরুদ্ধে আদালতে অভিযাগপত্র জমা দেন। 

দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে মঙ্গলবার আদালত আসামিকে মৃত্যুদণ্ডের রায়ের পাশাপাশি ১ লাখ টাকা জরিমানা করেন। 

এ ছাড়া আসামি পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও ইস্যু করা হয়েছে বলে জানান পিপি বজলুর রহমান।