প্রতিদ্বন্দ্বী প্রার্থীর অভিযোগ, পরিকল্পনামন্ত্রী মোবাইলে ক্ষুদে বার্তার মাধ্যমে স্থানীয় নেতাকর্মীদের দোয়াত-কলম প্রতীকের প্রার্থীর পক্ষে কাজ করার নির্দেশ দিয়েছেন।
Published : 26 May 2024, 08:10 PM
পরিকল্পনামন্ত্রী আব্দুস সালামের বিরুদ্ধে নির্বাচনি আচরণবিধি ভঙ্গের অভিযোগ এনেছেন ময়মনসিংহের নান্দাইল উপজেলা নির্বাচনের এক চেয়ারম্যান পদপ্রার্থী।
রোববার দুপুরে উপজেলার চন্ডিপাশা ইউনিয়নের বাঁশাটি এলাকায় এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ আনেন তিনি।
অভিযোগকারী উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী আনারস প্রতীকের এমদাদুল হক ভূঁইয়া চন্ডিপাশা ইউনিয়ন থেকে তিনবার নির্বাচিত ইউপি চেয়ারম্যান।
লিখিত বক্তব্যে তিনি বলেন, “বর্তমান সরকার উপজেলা পরিষদ নির্বাচনকে অংশগ্রহণমূলক, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সবার জন্য উন্মুক্ত করে দিয়েছেন।
“কিন্তু জননেত্রী শেখ হাসিনার এই নির্দেশ অমান্য করে দোয়াত-কলম প্রতীকের প্রার্থী আমিনুল ইসলাম শাহানকে দলীয় প্রার্থী বলে প্রচার করে পরিকল্পনামন্ত্রী তার ব্যবহৃত মোবাইল নম্বর থেকে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের ক্ষুদে বার্তা প্রেরণ করছেন। এইসব বার্তা নিয়ে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
“ইতোমধ্যে ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরালও হয়েছে।”
চেয়ারম্যান পদপ্রার্থী আমিনুল ইসলাম শাহান এই ক্ষুদে বার্তা দলীয় নেতাকর্মীদের দেখিয়ে তাকে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে বলে প্রচার করছেন বলেও অভিযোগ এমদাদুল হক ভূঁইয়ার।
তিনি আরও বলেন, “নির্বাচনে দোয়াত-কলমের প্রার্থীর পক্ষে কাজ করার নির্দেশনা দিয়ে উপজেলার প্রত্যেক ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে এসএমএস করেন পরিকল্পনামন্ত্রী।
সেই সঙ্গে যারা দোয়াত-কলমের পক্ষে কাজ করবে না তাদের দলীয় পদ থেকে সরিয়ে দেওয়া হবে বলেও ভয়ভীতি দেখানো হচ্ছে বলে দাবি তার।
“ইতোমধ্যে আমার ভাই চন্ডিপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজিজুল হক ভূইয়াকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে।”
এসব কর্মকাণ্ডের মধ্য দিয়ে অংশগ্রহণমূলক, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ নষ্ট হচ্ছে বলেও সংবাদ সম্মেলনে অভিযোগ করেন প্রার্থী এমদাদুল হক ভূঁইয়া।
তিনি আরও বলেন, “নির্বাচনের মাঠে পরিকল্পনামন্ত্রীর প্রভাব বিস্তার ও আচরণবিধি ভঙ্গের বিষয়টি লিখিতভাবে সহকারী রিটার্নিং কর্মকর্তা, রিটার্নিং কর্মকর্তা এবং কেন্দ্রীয় ও জেলা আওয়ামী লীগ নেতাদের জানানো হয়েছে।”
সংবাদ সম্মেলনে চন্ডীপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজিজুল হক ভূঁইয়া, ইউপি সদস্য মহসিন পাঠান, ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আব্দুল মান্নান ছিলেন।
অভিযোগের বিষয়ে জানতে পরিকল্পনামন্ত্রীর মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি তা রিসিভ করেননি। পরে হোয়াটস অ্যাপে বার্তা পাঠিয়েও সাড়া মেলেনি।
তবে দোয়াত-কলম প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী আমিনুল ইসলাম শাহান বলেন, “আমার মাঠের অবস্থা ভালো দেখে প্রতিপক্ষ অপপ্রচার চালাচ্ছেন। আমি মন্ত্রী মহোদয়ের কাছের লোক হওয়ায় সাধারণ ভোটারদের এসব বলে বিভ্রান্ত করা হচ্ছে।”
নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা অরুণ কৃষ্ণ পাল বলেন, “আচারণবিধি লঙ্ঘনের অভিযোগে দোয়াত-কলম প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী আমিনুল ইসলাম শাহানকে শোকজ করা হয়েছে। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে কাউকে ছাড় দেওয়া হবে না।”
৫ জুন চতুর্থ ধাপে নান্দাইল উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।