তবে সবচেয়ে বেশি শব্দ শুনতে পান শাহ পরীর দ্বীপের মানুষ।
Published : 07 Jul 2024, 01:09 AM
মিয়ানমার সীমান্তের ওপারে রাখাইন রাজ্যে আরাকান আর্মি ও সশস্ত্র বাহিনীর মধ্যে সংঘর্ষের মধ্যে আকাশপথে যুদ্ধ বিমানের হামলায় বিকট শব্দে কাপঁছে কক্সবাজারের টেকনাফ সীমান্ত।
শনিবার ভোর থেকে বিকাল পর্যন্ত টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপ, নয়াপাড়া ও পৌরসভায় তিনটি পয়েন্টে মিয়ানমারের মর্টারশেল-ভারী গোলার শব্দ পান সীমান্তের মানুষ। তবে সবচেয়ে বেশি শব্দ শুনতে পান শাহ পরীর দ্বীপের মানুষ।
টেকনাফ পৌরসভার প্যানেল মেয়র মুজিবুর রহমান জানান, “সকাল থেকে বিকাল পর্যন্ত মিয়ানমারের ওইপার থেকে বিকট বিস্ফোরণের শব্দ এপারে শুনতে পাওয়া যাচ্ছে।”
শাহপরীর দ্বীপ জেটি ঘাটের দোকানদার আবু তালেব বলেন, “শনিবার দুপুরের দিকে শাহ পরীর দ্বীপে ওপারের মিয়ানমার সীমান্তে আকাশপথে দুইটি যুদ্ধ বিমানের হামলায় বিকট শব্দ শুনা গেছে ও মিয়ানমারের অভ্যন্তরে কালো ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে।
“নাফ নদীর তীরে প্রতিদিন গুলির শব্দে সীমান্তের বসবাসকারী মানুষের আতঙ্কের দিন পার করতে হচ্ছে। মাঝে মধ্যে এমন বিকট শব্দ পাওয়া আমাদের ঘরবাড়ি কেঁপে ওঠে।”
শাহ পরীর দ্বীপ জালিয়া পাড়ার মৎস্য সমিতির সভাপতি আব্দুল গণি বলেন, “মিয়ানমারের সীমান্ত ঘেঁষা নাফ নাদীতে আমার জীবনের অর্ধেকের বেশি সময় পার হয়ে গেছে। এ নদী আমাদের জীবনসঙ্গী। নাফের ওপারে গত ছয়-সাত মাস ধরে যুদ্ধ চলছে। যার ফলে আমাদের জীবনে আতঙ্ক নেমে এসেছে।
“এখন গোলার বিকট শব্দ আমাদের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে। অনেক সময় যুদ্ধ বিমানের হামলাও দেখা যাচ্ছে। আজকেও দুইটি যুদ্ধ বিমানের হামলা চোখে পড়েছে।”
লেদা শালবাগান রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা এহসানউল হক বলেন, “আমার ছোট ভাই রমজান মিয়ানমারের মংডু টাউনশিপ এলাকায় বসবাস করছে। সন্ধ্যায় তার সঙ্গে মোবাইলে কথা হয়। সে জানিয়েছে, রাখাইন রাজ্যে আরাকান আর্মি ও সশস্ত্র বাহিনীর মধ্যে যুদ্ধ তীব্রতা বাড়ছে।
“আজ (শনিবার) দুপুরের দিকে মংডু টাউনশিপের নলবনিয়া, মংনিপাড়া ও হাসুরত্তা গ্রামে দুইটি যুদ্ধ বিমান হামলা চালিয়েছে । ”
তিনি আরও জানান, “মংডুর পাশাপাশি বুথেডংয়েও যুদ্ধ চলমান রয়েছে। এই দুই রাজ্যের অনেক এলাকার নিয়ন্ত্রণ হারাচ্ছে জান্তা সরকার।”
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী বলেন, “অনুপ্রবেশ ঠেকাতে বাংলাদেশ সীমান্তে বিজিবি ও কোস্টগার্ডের টহল জোরদার করা হয়েছে।”
এর আগে শুক্রবার সেন্টমার্টিনে অনুপ্রবেশ করা মিয়ানমারের দুই বিজিপিসহ ৩১ রোহিঙ্গাকে ফেরত পাঠানো হয়েছে বলে জানান তিনি।
পুরানো খবর
মিয়ানমারে রাতভর বিস্ফোরণ, টেকনাফে নির্ঘুম রাত