ট্রাফিক নিয়ম মানার কথা বলায় প্রবাসী ওই নেতা ক্ষিপ্ত হয়ে ওঠেন ও অশোভন আচরণ করেন, বলছে পুলিশ।
Published : 17 Mar 2025, 12:27 AM
উল্টো পথে রিকশা নিয়ে পথে বাধা দেওয়ায় মানিকগঞ্জে দায়িত্বরত ট্রাফিক পুলিশকে চাকরিচ্যুত করা ও মারধরের হুমকি দেওয়ার অভিযোগে ফ্রান্স শাখা যুবদলের সভাপতি ফজলুল করিম শামীমকে আটক করেছে পুলিশ।
রোববার সন্ধ্যায় মানিকগঞ্জ শহরের শহীদ রফিক সড়কের উত্তরা ব্যাংক মোড়ে এ ঘটনা ঘটে বলে মানিকগঞ্জ ট্রাফিক পুলিশের পরিদর্শক আব্দুল হামিদ জানান।
তিনি বলেন, পরে শামীমকে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
তার ভাষ্য, শহরের যানজট নিরসনে শহীদ রফিক সড়কটি ওয়ান-ওয়ে করা হয়েছে। বিকালে ওই এলাকায় ট্রাফিক পুলিশের দায়িত্বে থাকা কনস্টেবল শাহীন উল্টো পথে রিকশায় করে যাওয়ার পথে বাধা দেন। এসময় রিকশায় থাকা শামীম নিজেকে জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক পরিচয় দিয়ে যেতে চান। ওই পুলিশ সদস্য তাকে নিয়ম মানতে বললে শামীম ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং চাকরিচ্যুত করার হুমকি দেন।
ঘটনার বর্ণনা দিয়ে পরিদর্শক হামিদ বলেন, এসময় আশপাশের দোকানদার ও পথচারীরা বিষয়টি দেখতে পান। শামীম প্রকাশ্যে পুলিশ সদস্যকে দেখে নেওয়ার হুমকি দিতে থাকেন। ঘটনার একপর্যায়ে ট্রাফিক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছালে শামীম তাদের সঙ্গে অশোভন আচরণ করতে থাকে। এমনকি মোবাইল ফোনে কয়েকজনকে ঘটনাস্থলে ডাকেন, যারা এসে বিষয়টি মীমাংসার চেষ্টা করেন।
”তবে শামীমের আচরণ উগ্র হয়ে ওঠায় ট্রাফিক পুলিশ সদস্যরা তাকে আটক করে থানায় সোপর্দ করেন।”
এ বিষয়ে জেলা যুবদলের আহ্বায়ক তুহিনুর রহমান তুহিন বলেন, শামীম ফ্রান্স শাখা যুবদলের সভাপতি। ঘটনাটি ইফতারের আগ মুহূর্তে ঘটেছে। ওই সময় সবারই ইফতারের তাড়া থাকে। দলীয়ভাবে ঘটনাটা অনুসন্ধান করা হচ্ছে।
মানিকগঞ্জ সদর থানার ওসি আমান উল্লাহ্ বলেন, দায়িত্বরত ট্রাফিক পুলিশের সঙ্গে খারাপ আচরণের অভিযোগে শামীম নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।