স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে শাহানুরকে কুপিয়ে আহত করা হয় বলে জানায় পুলিশ।
Published : 09 Aug 2023, 06:44 PM
‘পূর্ব বিরোধের জেরে’ পাবনার সাঁথিয়া উপজেলায় এক যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা করেছে হামলাকারীরা। এ ঘটনায় দুই জনকে আটক করেছে পুলিশ।
বুধবার দুপুরে উপজেলার কাশিনাথপুর ইউনিয়নের চণ্ডিপুর রেল স্টেশনের পাশে এ ঘটনা ঘটে বলে সাঁথিয়া থানার ওসি আব্দুল লতিফ জানান।
নিহত শেখ শাহানুর রহমান (৩২) সুজানগর উপজেলার আমিনপুর থানার আহম্মদপুর ইউনিয়নের বিরাহিমপুর গ্রামের আবু বক্কর শেখের ছেলে। তিনি আহম্মদপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড যুবলীগের কর্মী ছিলেন।
আটকরা হলেন- মানিক হোসেন (৫০) ও মনির হোসেন (৩২)। তারা চণ্ডিপুর গ্রামের বাসিন্দা।
স্থানীয়দের বরাতে ওসি আব্দুল লতিফ বলেন, কাশিনাথপুর এবং আমিনপুর থানার আহমেদপুর পাশাপাশি হওয়ায় স্থানীয়রা কাশিনাথপুর বাজারে আড্ডা দিতেন। পূর্ব বিরোধের জেরে দুপুরে মানিক ও মনিরসহ কয়েকজনের সঙ্গে শাহানুরের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তারা শাহানুরকে কুপিয়ে আহত করেন।
গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে তিনি জানান।
খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় জড়িত সন্দেহে দুই জনকে আটকের কথাও জানায় পুলিশ।
শাহানুরকে নিজেদের কর্মী দাবি করে সুজানগর উপজেলা যুবলীগের সভাপতি সরদার রাজু আহমেদ বলেন, “সকাল ১১টার দিকে শুনেছি কে বা কারা শাহানুরকে ডেকে নিয়ে একটি বাড়িতে আটকে রেখে মারধর করেছে। পরে তাকে হত্যা কুপিয়ে করা হয়।”
হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি তিনি আরও বলেন, এ ঘটনায় বিচার দাবিতে শিগগিরই দলীয়ভাবে কর্মসূচি ঘোষণা করা হবে।
রাজনৈতিক বিরোধের কারণে পরিকল্পিতভাবে শাহানুরকে হত্যা করা হয়েছে কিনা তা খতিয়ে দেখার কথা জানান ওসি আব্দুল লতিফ।