শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ‘অ্যাসোসিয়েশন অব ইন্ডিজেনাস স্টুডেন্ট সাস্ট’ এ প্রতিবাদী সমাবেশ পালন করে।
Published : 16 Jan 2025, 07:27 PM
ঢাকায় ‘সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র-জনতা’র ওপর হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে প্রতিবাদী সমাবেশ হয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে।
বৃহস্পতিবার দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে ক্ষুদ্র নৃগোষ্ঠী শিক্ষার্থীদের সংগঠন ‘অ্যাসোসিয়েশন অব ইন্ডিজেনাস স্টুডেন্ট সাস্ট’ এ কর্মসূচি আয়োজন করে।
এর আগে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিল করেন সংগঠনটির সদস্যরা।
মিছিলে শিক্ষার্থীরা “আদিবাসীদের উপর হামলা কেন, ইন্টেরিম জবাব চায়’, ‘পাহাড় থেকে সমতলে, লড়াই হবে সমানতলে’, ‘হাসিনা গেছে যেই পথে, সন্ত্রাসী যাবে সেই পথে’, ‘হামলা করে অন্দোলন, বন্ধ করা যাবে না’, ‘সাম্প্রদায়িক বিভাজন, রুখে দাও জনগণ’, ‘আমার ভাইয়ের রক্ত ঝরে, ইন্টেরিম কি করে’, ‘বাঙালিত্বের ক্ষমতা ভেঙে করো সমতা’- এসব স্লোগান দেন।
মিছিল শেষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে সমাবেশে ইংরেজি বিভাগের অধ্যাপক হিমাদ্রি শেখর রায় বলেন, “আদিবাসী শব্দ সম্বলিত গ্রাফিতি পুনর্বহালের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর ঢাকায় যে ধরনের হামলা হয়েছে, তা বাংলাদেশের ইতিহাসে খুবই ন্যক্কারজনক ঘটনা। আমরা চাই একটি সুন্দর বাংলাদেশ, বৈষম্যহীন বাংলাদেশ।
“এধরনের সাম্প্রদায়িক হামলা আগে হয়েছে, এখনো হচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এ হামলার পিছনে জড়িতদের চিহ্নিত করে বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি।”
তিনি আরও বলেন, “ক্ষুদ্র-নৃগোষ্ঠী, উপজাতি যেভাবেই বলি না কেন, আমরা সবাই বাংলাদেশের নাগরিক। কখনই আমরা যেন চিন্তা না করি যে, আমি অন্য থেকে দুর্বল। সবাই যেন বাংলাদেশী হিসেবে বসবাস করতে পারি, সে চাওয়া আমাদের সবার।”
সমাবেশে সমাজকর্ম বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী তুখোড় আরং বলেন, “একটি গণতান্ত্রিক দেশে যে কেউ তার মতামত জানাতে পারে, এটাই গণতন্ত্রের সৌন্দর্য। কিন্তু জাতীয় পাঠ্যপুস্তক বোর্ড যে প্রক্রিয়া পাঠ্যপুস্তক থেকে গ্রাফিতি সংবলিত ছবি সরিয়ে ফেলছে, তা সঠিক প্রক্রিয়া হতে পারে না।”
“জাতীয় পাঠ্যপুস্তক ভবনের সামনে আদিবাসী শিক্ষার্থীরা তাদের অধিকার আদায়ে গিয়েছিল। কিন্তু উদ্দেশ্যপ্রণোদিত আমার ভাইদের উপর হামলা করা হয়েছে। পুলিশের উপস্থিতিতে তাদের উপর যে হামলা হয়েছে, তা ২৪ আন্দোলনের স্পিরিট বিরোধী। আমরা এ হামলার যথাযথ বিচার চাই।”
এ সময় আর বক্তব্য রাখেন ভূগোল ও পরিবেশ বিভাগের প্রভাষক ইলোরা চাকমা ও লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী দুর্লভ খীসা।