বিকালে পাংশা ও সদর উপজেলায় ঘটনা দুটি ঘটে।
Published : 15 Feb 2025, 10:01 PM
রাজবাড়ীতে আলাদা স্থানে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় দুজনের মৃত্যু হয়েছে।
শনিবার বিকালে পাংশার সত্যজিৎপুর ও সদর উপজেলার পাচুরিয়া রেলস্টেশন এলাকায় ঘটনা দুটি ঘটে বলে জানান রাজবাড়ী রেলওয়ে থানার ওসি আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম।
স্থানীয়দের বরাতে তিনি বলেন, “ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী নকশিকাঁথা ট্রেনের ছাদে থাকা ২৮ বছর বয়সি যুবক বিকালে পাংশার সত্যজিৎপুর এলাকায় রেলব্রিজে ধাক্কা খেয়ে নিচে পড়ে ট্রেনে কাটা পড়েন।
এদিকে, পাচুরিয়া রেলওয়ে স্টেশন এলাকায় দৌলতদিয়া থেকে ছেড়ে আসা কুষ্টিয়াগামী শাটল ট্রেনে কাটা পড়ে ৪৫ বছর বয়সি অজ্ঞাত ব্যক্তির মৃত্যু হয়েছে।
ওসি আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম আরও জানান, পুলিশ মরদেহ দুটি উদ্ধার করেছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।