এ ঘটনায় পুলিশ বাদী হয়ে রাতেই বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা করেছে।
Published : 20 Jun 2024, 04:33 PM
সিলেটে ফের ট্রাকে পাথরের নিচে লুকিয়ে পাচারকালে ২৭৫ বস্তা চিনি উদ্ধার করা হয়েছে; এ সময় ট্রাকের চালককে গ্রেপ্তার করেছে করেছে পুলিশ।
বৃহস্পতিবার মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
গ্রেপ্তার ট্রাক চালক মো. রুবেল মিয়া হবিগঞ্জ সদর উপজেলার নিজামপুর গগভরাঙ্গারচর গ্রামের বাসিন্দা।
এর আগে ১৪ জুন একই কায়দায় চিনি চোরাচালানের সময় ২০০ বস্তা চিনি বহনকারী ট্রাকসহ দুই জনকে গ্রেপ্তার করে পুলিশ।
উপ কমিশনার সাইফুল বলেন, বুধবার সিলেট-তামাবিল মহাসড়কে চলাচল করা ট্রাক থামিয়ে তল্লাশি করছিল পুলিশ। এ সময় থামার সংকেত দিলে ট্রাকটি নিয়ে চালক পালিয়ে যাওয়ার চেষ্টা করেন।
“এক পর্যায়ে পুলিশ ট্রাকটিকে ধাওয়া দিয়ে আটক করে। পরে তল্লাশি করে ট্রাকে থাকা পাথরের স্তুপের নিচে ত্রিপল দিয়ে মোড়ানো অবস্থায় ২৭৫ বস্তা চিনি উদ্ধার করা হয়।”
সাইফুল বলেন, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে রাতেই বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা করেছে। মামলায় ট্রাক চালককে গ্রেপ্তার দেখানো হয়েছে।
২৭৫টি বস্তায় ১৩ হাজার ৪৭৫ কেজি চিনি আছে। বর্তমানে প্রতি কেজি চিনির মূল্য ১২০ টাকা ধরে ১৬ লাখ ১৭ হাজার টাকা বলে জানান সিলেট মহানগর পুলিশের এই অতিরিক্ত উপ কমিশনার।