আদালতে মাহমুদুল আলম বাবুসহ ছয় আসামি জামিনের আবেদন করেছিলেন, তবে শুনানি শেষে সবার জামিন আবেদন নামঞ্জুর করেন আদালত।
Published : 11 Jul 2023, 06:27 PM
জামালপুরে সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যা মামলার প্রধান আসামিসহ ছয়জনের জামিন নামঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার দুপুরে জামালপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম তানভীর আহমেদ তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বলে জানান বাদীপক্ষের আইনজীবী মো. ইউসুফ আলী।
ছয় আসামি হলেন- বহিষ্কৃত ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু, মনিরুজ্জামান মনির, রেজাউল করিম, জাকিরুল ইসলাম, আন্দোলন সরকার ও মকবুল হোসেন।
আইনজীবী মো. ইউসুফ আলী জানান, আদালতে মাহমুদুল আলম বাবুসহ ছয় আসামি জামিনের আবেদন করেছিলেন। দুইপক্ষের শুনানি শেষে সবার জামিন আবেদন নামঞ্জুর করেন আদালত।
এর আগে এই মামলায় আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন মাহমুদুল আলম বাবুসহ তার দুই সহযোগী রেজাউল ও মনিরুজ্জামান মনির।
গত ১৪ জুন রাতে বকশীগঞ্জের পাটহাটি মোড়ে একদল দুর্বৃত্ত বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকম এবং বেসরকারি টেলিভিশন চ্যানেল একাত্তর টিভির উপজেলা প্রতিনিধি নাদিমকে পিটিয়ে ফেলে রেখে যায়; ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরদিন বৃহস্পতিবার বিকালে তিনি মারা যান।
প্রত্যক্ষদর্শীর বর্ণনায় সাংবাদিক নাদিম হত্যাকাণ্ড
জামালপুরে হামলায় আহত সাংবাদিকের মৃত্যু
সাংবাদিক নাদিম হত্যা: বাবু চেয়ারম্যানসহ ১০ আসামির জামিন নামঞ্জুর
‘সংবাদ প্রকাশের জেরে’ নাদিম হত্যাকাণ্ডের পর থেকে আলোচনায় ছিলেন সাধুরপাড়ার ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু।
সাধুরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পদে থেকে তিনি পরপর দুবার নৌকার মনোনয়ন নিয়ে ইউপি চেয়ারম্যান নির্বাচিত হন।
এই চেয়ারম্যানই ‘খুনের হোতা’ বলে নিহতের পরিবারের পক্ষ থেকে করা মামলায় বলা হয়েছে। ঘটনার পর থেকেই আত্মগোপনে ছিলেন বাবু।
পরে ১৭ জুন পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় এক আত্মীয়ের বাড়ি থেকে বাবুসহ চারজনকে গ্রেপ্তার করে র্যাব। এই হত্যা মামলায় এ পর্যন্ত বাবুসহ ১৬ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী।
তবে মামলার ২ নম্বর আসামি বাবু চেয়ারম্যানের ছেলে রিফাতকে এখনও গ্রেপ্তার করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী।
আরো পড়ুন:
সাংবাদিক নাদিম হত্যা: কে এই বাবু চেয়ারম্যান
নাদিমকে ঠিক করা ১ মিনিটের বিষয়, ‘বাবু চেয়ারম্যানের’ অডিও ভাইরাল