সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ ১ম ইনিংস: ১৯১
জিম্বাবুয়ে ১ম ইনিংস: ২৭৩
বাংলাদেশ ২য় ইনিংস: ১৩ ওভারে ৫৭/১
22 Apr 2025, 12:11 PM
দুপুর ১টায় শুরু খেলা
বৃষ্টির বাগড়ায় হারিয়ে গেল প্রথম সেশনের খেলা। দুপুর ১টা থেকে শুরু হবে দ্বিতীয় সেশনের খেলা। পরে ৩টা ২০ মিনিটে নেওয়া হবে চা বিরতি।
২০ মিনিট বিরতি দিয়ে ৩টা ৪০ মিনিটে শুরু হবে তৃতীয় সেশনের খেলা। বিকেল ৬টা পর্যন্ত চলবে তৃতীয় দিনের খেলা।
22 Apr 2025, 11:59 AM
রোদ উঠেছে, মাঠে আম্পায়াররা
দিনে প্রথমবারের মতো দেখা মিলল সূর্যের। ক্রমেই বাড়ছে রোদের তেজ। পুরো দমে চলছে মাঠ শুকানোর কাজ। এরই মধ্যে অনানুষ্ঠানিক মাঠ পরিদর্শনে নেমে গেছেন আম্পায়ররা।
22 Apr 2025, 11:35 AM
থেমেছে বৃষ্টি, মাঠ শুকানোর কাজ শুরু
প্রায় দেড় ঘণ্টা টানা গুঁড়িগুঁড়ি বৃষ্টির পর এখন থেমেছে। মাঠ শুকানোর কাজ শুরু করেছেন মাঠকর্মীরা। পিচের ওপরে দেওয়া কাভারে পানি জমেছে। সেসব সরিয়ে খেলার জন্য মাঠ প্রস্তুত করতে কিছুটা সময় লাগবে।
22 Apr 2025, 11:08 AM
ভেসে গেল প্রথম ঘণ্টা
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আবহাওয়া পরিস্থিতির কোনো উন্নতি নেই। সকালের মতোই এখনও চলছে বৃষ্টি। তবে মাত্রা কমেছে কিছুটা।
উইকেট ও এর আশপাশের জায়গা কভার দিয়ে ঢাকা। টানা বৃষ্টি চলতে থাকায় এখন পর্যন্ত মাঠ শুকানোর কোনো কাজ শুরু করতে পারেননি মাঠকর্মীরা।
খেলা শুরুর আশায় নির্ধারিত সময়ে মাঠে চলে এসেছিলেন দুই দলের ক্রিকেটাররা। আপাতত ড্রেসিং রুমে অলস সময় কাটছে তাদের।
22 Apr 2025, 10:08 AM
দিনের শুরুতে বৃষ্টির বাগড়া
সিলেটে সারা রাতই ঝরেছে বৃষ্টি। সকালে ঘণ্টাখানেকের জন্য বন্ধ হলেও সাড়ে ৯টার পর আবার নেমেছে বৃষ্টি। স্বাভাবিকভাবে কাভার দিয়ে ঢাকা রয়েছে মাঠ।
আবহাওয়ার পূর্বাভাসে দুপুর পর্যন্ত বৃষ্টির কথা বলা আছে। তাই প্রথম সেশনে খেলা হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে।
22 Apr 2025, 09:45 AM
বড় লক্ষ্য দেওয়ার আশায় বাংলাদেশ
তৃতীয় দিনের খেলা শুরুর সময় ৯ উইকেট হাতে নিয়ে ২৫ রানে পিছিয়ে বাংলাদেশ। কাগজে-কলমে লড়াইয়ে পিছিয়ে বাংলাদেশ, তবে মেহেদী হাসান মিরাজ মনে করছেন, ম্যাচ তাদেরই নিয়ন্ত্রণে। অন্য দিকে জিম্বাবুয়ে দেখছে, ফের সিলেটে বাংলাদেশের বিপক্ষে জয়ের দারুণ সম্ভাবনা।
তৃতীয় দিনের খেলায় স্পষ্ট হতে পারে সিলেট টেস্টের গতিপথ। ১ উইকেটে ৫৭ রান নিয়ে মঙ্গলবার খেলা শুরু করবে বাংলাদেশ। দুইবার বেঁচে গেয়ে ৪২ বলে ২৮ রানে ব্যাট করছেন মাহমুদুল হাসান জয়। ২৬ বলে ১৫ রানে ব্যাট করছেন মুমিনুল হক।
চতুর্থ ইনিংসে জিম্বাবুয়েকে ৩০০ রানের লক্ষ্য দিতে চায় বাংলাদেশ। প্রথম ইনিংসে ৮২ রানে পিছিয়ে থাকায় বড় সংগ্রহই গড়তে হবে নাজমুল হোসেন শান্তর দলকে।
দ্বিতীয় দিন শেষে নিজেদের একটু এগিয়ে রাখছেন জিম্বাবুয়ে ওপেনার ব্রায়ান বেনেট।
“গত দিন বাংলাদেশকে ১৯১ রানে অলআউট করে শেষ দিকের ব্যাটিং পারফরম্যান্সের পর, আমার মনে হচ্ছে ম্যাচটি এখন ভারসাম্যপূর্ণ অবস্থায় আছে। আমার মতে, আজকে শেষ দিকে উইকেটটি নিয়ে আমরা কিছুটা এগিয়ে আছি।”
“কালকের দিনটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। সকালে তাদের ওপর চড়াও হতে হবে। আশা করি, চতুর্থ ইনিংসে ওরা খুব বড় লিড পেয়ে যাবে না।”
সংক্ষিপ্ত স্কোর (দ্বিতীয় দিন শেষে):
বাংলাদেশ ১ম ইনিংস: ১৯১
জিম্বাবুয়ে ১ম ইনিংস: ২৭৩
বাংলাদেশ ২য় ইনিংস: ১৩ ওভারে ৫৭/১ (সাদমান ৪, জয় ২৮*, মুমিনুল ১৫*; নিয়াউচি ৫-২-১১-০, মুজারাবানি ৪-০-২১-১, এনগারাভা ৪-০-২০-০)