নারায়ণগঞ্জে ‘পুরোনো দ্বন্দ্বে’ তরুণ খুন

গত ঈদে ছোটভাই-বড়ভাই ডাকা নিয়ে স্থানীয় কয়েকজনের সঙ্গে নিহত তরুণসহ তিন বন্ধুর দ্বন্দ্ব হয়; এর জেরে এই হত্যাকাণ্ড।

নারায়ণগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Dec 2022, 06:37 PM
Updated : 5 Dec 2022, 06:37 PM

নারায়ণগঞ্জের ফতুল্লার ইসদাইরে ‘পূর্ব শত্রুতার’ জেরে এক তরুণ খুন হয়েছেন৷ আহত অবস্থায় চিকিৎসাধীন আছেন আরেকজন৷ 

সোমবার বিকালে ওসমানী পৌর স্টেডিয়াম সংলগ্ন নূর ডাইং কারখানার পেছনে এই দুই বন্ধু ছুরিকাহত হন বলে পুলিশ জানিয়েছে৷

নিহত মো. মামুন (২২) ইসদাইর বুড়ির দোকান এলাকার বাবুল মিয়ার ছেলে।

আহত নূর নবী (২১) গাবতলী টাগারপাড় এলাকার মান্নান মিয়ার ছেলে; তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনাস্থলে থাকা নিহতের আরেক বন্ধু শফিকুল ইসলাম বলেন, “গত ঈদে ছোটভাই-বড়ভাই ডাকা নিয়ে স্থানীয় কয়েকজন তরুণের সঙ্গে তাদের দ্বন্দ্ব হয়৷ সোমবার বিকাল ৫টার দিকে স্টেডিয়ামের পেছনে খালি মাঠে তিন বন্ধু বসেছিলেন৷ এ সময় একই এলাকার ১০-১৫ জন এসে মামুন ও নূর নবীকে এলোপাথাড়ি মারধর শুরু করে৷ হামলাকারীরা তাদের হাতে থাকা ছুরি দিয়ে আঘাতও করে৷”

পুরোনো দ্বন্দ্বের জেরেই এ হামলা চালিয়েছে বলে তিনি জানান৷

নিহতের ভগ্নিপতি মো. হোসেন বলেন, মামুন গাড়িতে করে দোকানে বিস্কুট, চানাচুর সরবরাহের কাজ করতেন। তার বাবা ভ্যানচালক৷ দেড় বছর আগে তিনি বিয়ে করেন৷ দুই মাস আগে তার শিশু সন্তানটি মারা যায়৷

ফতুল্লা মডেল থানার ওসি রিজাউল হক দিপু বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে৷ এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে৷ হামলাকারীদের আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে৷

পুলিশ জানায়, গুরুতর জখম অবস্থায় দুজনকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়৷ সেখানে চিকিৎসক মামুনকে মৃত বলে জানান৷