“কোন দেশ কী ভিসা নীতি আরোপ করল তার উপর নির্ভর করে আমাদের নির্বাচনে কোনো প্রভাব পড়বে না” বলেন, দীপু মনি।
Published : 28 Mar 2024, 10:43 AM
শেখ হাসিনা অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য বদ্ধপরিকর এবং সেই নির্বাচনে আওয়ামী লীগসহ সব রাজনৈতিক দল অংশগ্রহণ করবে এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেছেন, “বাংলাদেশ একটি স্বাধীন-সার্বভৌম দেশ। আমাদের একটি স্বাধীন নির্বাচন কমিশন আছে, নিজস্ব আইন-কানুন আছে। আগামী নির্বাচন সংবিধান অনুযায়ী হবে।
“কোন দেশ কী ভিসা নীতি আরোপ করল তার উপর নির্ভর করে আমাদের নির্বাচনে কোনো প্রভাব পড়বে না”, যোগ করেন দীপু মনি।
মঙ্গলবার বিকালে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম উদ্বোধনে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।
পরে তিনি হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আব্দুল বাছেতের সভাপতিত্বে সুধী সমাবেশে বক্তব্য দেন।
এ সময় হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আবু জাহির, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর চৌধুরী এবং হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম উপস্থিত ছিলেন।
[প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ২৬ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক]