অবরোধে যান চলাচল বন্ধ থাকায় মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের তৈরি হয়েছে।
Published : 18 Dec 2024, 01:07 PM
গাজীপুরের টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দান দখল নিয়ে সংঘর্ষে হতাহতের ঘটনার বিচার ও ময়দান বুঝিয়ে দেওয়ার দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন মাওলানা জুবায়েরের অনুসারীরা।
বুধবার সকাল ১০টার দিকে জেলার শ্রীপুর উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মুলাইদের পল্লী বিদ্যুৎ এলাকায় তারা এ অবরোধ শুরু করেন বলে জানিয়েছেন শ্রীপুর থানার ওসি খন্দকার জয়নাল আবেদীন মন্ডল।
অবরোধে যান চলাচল বন্ধ থাকায় মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের তৈরি হয়েছে।
অবরোধে থাকা মাওলানা ইকরামুজ্জামান বাতেন বলেন, “বুধবার রাতে তাহাজ্জুত নামাজের সময় আমাদের সাথীদের শহিদ করা হয়েছে। এর প্রতিবাদে শ্রীপুরের আলেম সমাজ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে। মুরুব্বিদের সিদ্ধান্ত না আসা পর্যন্ত আমাদের বিক্ষোভ চলবে।”
বিক্ষোভরত মুরুব্বিরা বলেন, বুধবার রাতে টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে থাকা জুবায়েরের অনুসারীদের মারধর করে বিতাড়িত করা হয়েছে। এ সময় পবিত্র ইজতেমা ময়দান রক্তাক্ত করা হয়েছে।
যতক্ষণ না পর্যন্ত মাওলানা সাদের অনুসারীদের কাছ থেকে মাঠ উদ্ধার করে জুবায়েরের অনুসারীদের বুঝিয়ে দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন।
এ বিষয়ে শ্রীপুর থানার ওসি খন্দকার জয়নাল আবেদীন মন্ডল বলেন, “আমরা ঘটনাস্থলে আছি। তাদের সঙ্গে কথা হচ্ছে।”
আগের সংবাদ